পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনির অমরনাথ আকাশের চাদ হাতে পাইল। আনন্দে সোঁখীন রুমালে বাধা একটা বাক্সের ভাল খুলিতে বসিল। ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা । এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল, কিন্তু দেখিল, মানুষ কাচের নকল চোখ পরিয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণ তাহার পানে চাহিয়া আছে। দেখিয় তাহার সমস্ত উৎসাহ এক নিমিষে নিবিয়া গিয়া যেন অর্থহীন একফোট শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল। লঙ্কায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটা-কতক কুন্তলীনের শিশি, আরো কি-কি বাহির করতে উদ্যত হইল, অপর্ণ বাধা দিয়া কহিল, এনেচ কি আমার জন্য ? অমরনাথের হইয়া আর কে যেন জবাব দিল, ই, তোমারই জন্তই এনেচি দেলখোসগুলো - অপর্ণ জিজ্ঞাসা করিল, বাক্সটাও কি আমাকে দিলে ? নিশ্চয়ই । তবে আর কেন মিছে ও-সব বের করবে, বাক্সতেই থাক । তা থাক। তুমি ব্যবহার করবে ত ? অকস্মাং অপর্ণ ভ্ৰ কুঞ্চিত করিল। সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষত-বিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল, সহসা তাহার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রুপের আঘাত করল , চঞ্চল হইয়া সেতৎক্ষণাং প্রতিঘাত করিল ; বলিল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করতে জানে। এবং উত্তরের জন্ত অপেক্ষামাত্র না করিয়া অপর্ণ পূজার ঘরে গিয়া প্রবেশ করিল। আর অমরনাথ,—বিহ্বলের মত সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেই ভাবেই বসিয়া রহিল। প্রথমে সে সহস্রবণর মনে মনে আপনাকে নিৰ্ব্বোধ বলিয়া তিরস্কার করিল। বহুক্ষণ পরে সে দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, অপর্ণ পাষাণী । তাহার চোখ জলে ভাসিয়া আসিল - সেইখানে বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। অপর্ণ তাহাকে যদি মুম্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করিত, তাহা হইলে কথাটা অন্তরূপ দাড়াইতে পারিত। সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জালা তাহার গায়ে মাখাইয়া দিয়া গিয়াছে, ইহার প্রতিকার সে কি ক'রয়া করিবে ! অপর্ণাকে তাহার পূজার আসন হইতে টানিয়া জানিয়া, তাহারই সম্মুখে তাহার উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙ্গিয়া ফেলিবে এবং সৰ্ব্বসমক্ষে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে, সে তাহার মুখ আর দেখিবে না । সে কি করবে, কত কি বলিবে, কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে, হয়ত ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে, হস্তুত অপর্ণার Wooy