পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এ কে কেন এত রূপ, কি জন্য বসিয়া আছে ইত্যাদি। পূজার পদ্ধতি ওলট-পালট হই৫েই লাগিব। কখনো ঘণ্টা বজাইয়া, কখনো ফুল ফেলিয়া, কখনো নৈবেদ্যের উপর জল ছিটাইয়া এই অজ্ঞ নূতন পুরোহিতটি যে পূজার কেবল ভান করিতেছে মাত্র, বিজ্ঞ পরীক্ষকের মত পিছনে বসিয়া অপর্ণ সব বুঝিল । চিরদিন দেখিয়া দেখিয়া এসব ভাল করিয়াই জানে, শক্তিনাথ তাহাকে ফাকি দিবে কি করিয়া ? পূজাবসানে কঠিনস্বরে অপর্ণ কহিল, তুমি বামুনের ছেলে, অথচ পূজা করতে জান না ! শক্তিনাথ বলিল, জানি। —ছাই জান । শক্তিনাথ বিহালের মত একবার তাহার মুখপানে চাহিল, তাহার পর চলিয়া যাইতে উদ্যত হইল। অপর্ণ ডাকিয়া ফিরাইয়া বলিল, ঠাকুর, এ সব বেঁধে নিয়ে BB BB BB BB BBS BS BBB BB BBB BB BB BBB SBSS অপর্ণ নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বঁধিয়া তাহাকে বিদায় করিল। মন্দিরের বাহিরে আসিয়ু শক্তিনাথ বার বার শিহরিয়া উঠিল। এদিকে অপর্ণ নূতন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করল । SS একমাস গত হইয়াছে। আচাৰ্য্য যদুনাথ জমিদার রাজনারাণবাবুকে বুঝাইয়া বলিতেছেন, আপনি ত সমভই জানেন, বড় মন্দিরে বৃহং পুজা ভট্টাচার্য্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না ! রাজনারায়ণবাবু সায় দিয়া বলিলেন, অনেকদিন হ’ল অপর্ণাও ঠিক এই কথাই বঙ্গে ছিল ! আচাৰ্য্য মুখমণ্ডল আরো গষ্ঠীর করিয়া বলিলেন, তা ত হবেই। তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মীস্বরূপ। তার কি কিছু অগোচর আছে। . জমিদারবাবুরও ঠিক এই বিশ্বাস । আচাৰ্য্য কহিতে লাগিলেন, পূজা আমিই করি আর যেই করুন ভাল লোক চাই। মধু ভট্টাচাৰ্য্য যতদিন বেঁচেছিলেন তিনিই পূজা করেচেন, এখন তার পুত্রেইই পৌরহিত্য করা উচিত, কিন্তু সেট ত মানুষ নয়। কেবল পট আঁকতে পারে, পুতুল গড়তে জানে, পূজা অৰ্চনার কিছুই জানে না। ego