পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস করে assert করা-consequence তার যা-ই কেন না হোক। আমার টাকা থাকলে আপনার জমিদারীর প্রত্যেক প্রজাকে আমি নিজের খরচে ইয়োরোপ ঘুরিয়ে আনতাম। নিজের right কাকে বলে এ-কথা তারা তখন নিজেরাই বুঝত। . বন্দনার বোধ করি ভারি খারাপ লাগিল, সে আস্তে আস্তে কহিল, জামাইবাৰু তার প্রজাদের উপর অত্যাচার করেন এ-খবর আপনাকে কে দিল ? আশা করি আপনার মামাশ্বশুরের ওপর কোন জুলুম হয়নি? ও—উনি আপনার ভগিনীপতি ? Thanks—না, তিনি কোন অভিযোগ করেননি। নিজের স্ত্রীকে উদ্দেশ্য করিয়া সহাস্তে কহিলেন, তোমার বোনেরা যদি এই রকম হত !—আপনি বোধ করি বিলেত ঘুরে এসেচেন ? যাননি ? যান, যান। Freedom, সাহস, শক্তি কাকে বলে, সে-দেশের মেয়েরা সত্যি কি একবার স্বচক্ষে দেখে আম্বন । আমি next time যাবার সময় ওঁকে সঙ্গে নিয়ে যাব স্থির করেচি । কেহ কোন কথা কহিবার পূৰ্ব্বেই স্টেশনের সেই রিলিভং হাওটি মুখ বাড়াইয়া জানাইল যে ট্রেন distance signal পার হইয়াছে, আসিয়া পড়িল বলিয়া । সকলে ব্যস্ত হইয়া প্লাটফর্মে আসিয়া দাড়াইলেন। গাড়ি দাড়াইলে দেখা গেল ছুটির বাজারে যাত্রী-সংখ্যার সীমা নাই । তিলধারণের জায়গা পাওয়া কঠিন। মাত্র একখানি ফাষ্ট ক্লাস আর একখানি সেকেণ্ড ক্লাস । সেকেণ্ড ক্লাস ভৰ্ত্তি করিয়া এক দল ফিরিঙ্গী রেলওয়ে-সারভ্যান্ট কলিকাতায় কি একটা খেলার উপলক্ষ্যে চলিয়াছে, এবং বোধ হয় তাহাদেরই কয়েকজন স্থানাভাবে ফাস্ট ক্লাসে চড়িয়া বসিয়াছে। অপৰ্য্যাপ্ত মদ ও বিয়ার খাইয়া লোকগুলার চেহারাও যেমন ভয়ঙ্কর, ব্যবহারও তেমনি বে-পরোয় । গাড়ির দরজা আটকাইয়া সকলে সমস্বরে চীৎকার করিয়া উঠিল—go—যাও—যাও ! স্টেশন মাস্টার আসিল, গার্ডসাহেব আসিল, তাহারা গ্রাহাই করিল না। ছোকরা সাহেব কহিল, উপায় ? বন্দন ভয়ে ভয়ে কহিল, চলুন আজ বাড়ি ফিরে যাই। বিপ্রদাস বলিল, না । না ত কি ? না হয় রাত্রির ট্রেনে— ছোকরা সাহেব বলিলেন, সে ছাড়া আর উপায় কি ? কষ্ট হবে, তা হোক ? বিপ্রদাস ঘাড় নাড়িয়া কহিল, না । গাড়িতে চার-পাঁচজন আছে, আর চারপাচজনের জায়গা হওয়া চাই । * दणनाच्न निङ दाङ्ग श्रेय बनि८णन, क्लारे उ बा,ि ढि उद्र रुरु गाउाण cष ! 羲颖