পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানকাটা করিয়া জলে গুলিয়া জমিতে ছিটাইয়া তাহার উর্কর শক্তি বৃদ্ধি করিয়া তবে ক্ষম্ভ হইত। এত দূর ত দেবীমাহাষ্মে এবং তাহার পূজার নৈবেস্তে কাটিল। ইহাতে ঐক্য অনৈক্য যাহা আছে, তাহ বিচার করিবার ভার পাঠকের উপরে। ঋতেন্দ্রবাবু এইবার দ্বিতীয় ঐক্যের অবতারণা করিয়াছেন। বলিতেছেন—"যে যেখানে থাকে, তাহার সেই আবাসস্থানের তুল্য প্রিয় আর কি হইতে পারে ? তালগাছ কানকাটাদের আবাসবৃক্ষ ; এই কারণে তালগাছ ত উহাদের প্রিয় হইবেই। আবার এই তালগাছপ্রিয়তা কানানাইটদের মধ্যেও বড় অল্প লক্ষিত হয় না । কানানাইটরাও বড় তালগাছভক্ত জাতি। তালজাতীয় বৃক্ষ উহাদের এতই প্রিয় যে, কানানাইটদের অন্য তম শাখার নাম ফিনীলিয়। ( শব্দের উৎপত্তি তালজাতীয় গাছের নাম হইতে আসিয়াছে। ফিনীসিয় শব্দের উৎপত্তি "ফাইনিক’ শব্দ হইতে, *R of “To co-"phoenike signify the land of palms)”—ofte ‘ফইনল’ অর্থাৎ লাল রং ( scarlet ) হইতেও ফিনীসিয়া হওয়া অসম্ভব নয়। যা হউক, ঋতেন্দ্রবাবুর এ যুক্তিটা ঠিক বোঝা গেল না। কারণ, দেশের তাল গাছটিকে ভালবাসার মধ্যে লওয়াতে আশ্চৰ্য্য হইবার বিষয় ত কিছুই দেখিতে পাই না । কনাকাটাদের দেশে বিস্তর তালগাছ। তাহারা তালের কড়ি-বরগা করে, পাতার ঘর ছায়, চাটাই বুনিয়া শয্যা রচনা করে। বাইবেলের কানানাইটরাও পাম ( palm ) বড় ভালবাসে। কারণ, পাম’ তাহদের দেশের একটি অতি উপকারী বৃক্ষ এবং দেশে কাছে ৪ বিস্তর। কিন্তু ইহাতে কি প্রমাণ করে ? আমাদের হুগলি জেলায় আমগাছ, তা ফলও ভাল, কাঠও ভাল, অাছেও অনেক । আমরা আমগাছ ভালবাসি । বৰ্দ্ধমান জেলায় কাঠালগাছ বিস্তর । তারা ওটা খায়ও বেশী, গাছটাকেও স্নেহ করে-ইহাতে আশ্চৰ্য্য হইবার কি আছে ? কিন্তু ঋতেন্ত্রবাবু বলিতেছেন, “কারণ কি ? উভয়েরই জাতিগত একতা ও উভয়ের এক আদিম বাসভূমিই উহার কারণ।” কিন্তু কেন ? দেশের উপকারী গাছকে ভালবাসাই ত সঙ্গত এবং স্বাভাবিক। বরং উনি যদি দেখাইতে পারিতেন, কোন একটা বৃক্ষকে ভালবাসিবার ঠিক হেতু দেখিতে পাওয়া যাইতেছে না, অথচ উভয় জাতিই ভালবাসিয়াছে, তাহ হইলে একটা কথা হইতে পারিত। যেমন, শেওড়া গাছ। যদি দেখান যাইত, ঠাকুরবাড়ির ( জগন্নাথ ) লোকেও গাছটাকে শ্রদ্ধা করে এবং উড়িষ্কার কানকাটারাও করে, অথচ কেন করে বলা যায় না, তাহা হইলে নিশ্চয়ই উহাদের একজাতীয়তা সন্দেহ হইতে পারিত, কিন্তু এস্থলে কৈ, কিছুই ত চোখে ঠেকে না। আরো একটা কথা। কলিঙ্গ দেশের কানকাটার 'পাম’ তালগাছ, কিন্তু বাইবেলের কানানাইটদের দেশের পাম’ খেজুরগাছ। দুটোকেই সাহেবরা পাম' বলে, কিন্তু বাস্তবিক তাহার কি এক ? ফলের চেহারাতেও একটু প্রভেদ আছে, ওজনেও একটু কম-বেশী আছে। גיכ\