পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিপ্রদাসের সমস্ত দেহ যেন কঠিন লোহার মত ঋজু হইয়া উঠিল, কহিল, সে ওদের সখ—আমাদের নয়। উঠুন, আমি সঙ্গে যাব। এবং পরক্ষণেই গাড়ির হাতল ধরিয়া সজোরে ধাক্কা দিয়া দরজা খুলিয়া ফেলিল। বন্দনার হাত ধরিয়া টানিয়া লইয়া কহিল, এসো। ছোকরা সাহেবকে ডাকিয়া কহিল, right assert করবেন তু স্ত্রী নিয়ে উঠে পড়ুন। অত্যাচারী জমিদার সঙ্গে থাকতে ভয় নেই। মাতাল সাহেবগুলো এই লোকটির মুখের পানে এক মুহূৰ্ত্ত চাহিয়া থাকিয়া নিঃশব্দে গিয়া ও-দিকের বেঞ্চে বসিয়া পড়িল । سb গণ্ডগোল শুনিয়া পাশের কামরার সহযাত্রী সাহেবরা প্লাটফর্মে নামিয়া দাড়াইল, এবং রুক্ষ-কণ্ঠে সমস্বরে প্রশ্ন করিল, what's up ? ভাবটা এই যে সঙ্গীদের হইয়া তাহারা বিক্রম দেখাইতে প্রস্তুত । বিপ্রদাস অদূরবর্তী গার্ডকে ইঙ্গিতে কাছে ডাকিয়া কহিল, এই লোকগুলা খুব সম্ভব ফাষ্ট ক্লাসের প্যাসেঞ্জার নয়, তোমার ডিউটি এদের সরিয়ে দেওয়া । সে বেচারাও সাহেব, কিন্তু অত্যন্ত কাল-সাহেব । সুতরাং ডিউটি যাই হোক ইতস্ততঃ করিতে লাগিল। অনেকেই তামাস দেখিতেছিল, সেই মাদ্রাজী রিলিভিং হ্যাগুটিও দাড়াইয়াছিল, তাহাকে হাত নাড়িয়া নিকটে ডাকিয়া বিপ্রদাস পাচ টাকার একটা নোট দিয়া কহিল, আমার নাম আমার চাকরদের কাছে পাবে। তোমার কর্তাদের কাছে একটা তার করে দাও যে এই মাতালফিরিঙ্গীর দল জোর করে ফাস্ট ক্লাসে উঠেচে, নামতে চায় না। আর এ খবরটাও তাদের জানিয়ে যে গাড়ির গার্ড দাড়িয়ে মজা দেখলে, কিন্তু কোন সাহায্য করলে না । - গার্ড নিজের বিপদ বুঝিল । সাহসে ভর করিয়া সরিয়া আসিয়া বলিল, Don't you see they are big people 7 otoi & Teo fostě, Czoso its of Ring–be careful ! কথাটা মাতালের পক্ষেও উপেক্ষণীয় নয়। অতএব তাহারা নামিয়া পাশের কামরায় গেল, কিন্তু ঠিক অহিংস মেজাজে গেল না ? চাপা গলায় যাহা বলিয় গেল ↔雙