পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কানকাটা সব কোন কথাই উঠিল না। কথা উঠিল উভয়েই লাল রং ভালবাসিত। এ-রক্ষম ঐক্য আরো আছে। উভয় জাতিই চোখ বুজিয়া ঘুমাইতে ভালবাসিত, হাতে কিছু না থাকিলে হাত ফুলাইয়া চলিতে পছন্দ করিত,—এ-সব ঐক্যের অবতারণাই বা না করিলেন ক্লেন ? - ঠাকুরমশায়ের পঞ্চম ঐক্য-নামে । এটি সবচেয়ে চমৎকার । বলিতেছেন, কানানাইট-বংশীয় যে লোকটা ইম্রেলরাজ ডেভিডের শরীররক্ষী ছিল, তাহার নাম ছিল উড়িয়া ( Uriah ) এবং এই উড়িয়া নামটি কাকতালীয়বৎ হয় নাই। কেন না, কানানাইটেরা যে কলিঙ্গ বা উড়-দেশীয় লোক, সেকালে সকলেরই জানা ছিল । সেই কারণেই যেমন নেপালী বা ভূটিয়া ভৃত্য থাকিলে তাহার নিজ নামের পরিবর্তে নেপালী বা ভূটিয়া নামেই পরিচিত হয়, এ-ক্ষেত্রেও সেইরূপ হইয়াছে। উডু হইতে উড়িয়ার উৎপত্তি। ইশ্ৰেলী ভাষায় কি দেশের নামে, কি মমুন্যের নামে ইয়া’ অস্ত৷ শব্যের প্রচলন বড় অধিক । যথা—জোলিয়া, জেড়েকিয়া, হেজেকিয়া, সিরিয়া, ইত্যাদি ।” এই কারণেই উড়" শব্দের উপর ইয়া’ অন্ত শব্দ লাগাইয়া ইম্রেলী ভাষায় উড়িয়া হইয়াছে। অামার ও ছেলেবেলায় ডেভিড় কপারফিল্ডের উড়িয়া হিপকে উড়ে মনে হইত। ভাবিতাম, লোকটা বিলেত গেল কিরূপে ? এখন দেখিতেছি কিরূপে গিয়াছিল! আরও ভাবিতেছি, স্কানডেনেভিয়া, ঘটেভিয়া, সাইবিরিয়া প্রভৃতিও সম্ভবত: এমনি করিয়াই হইয়াছে। কারণ, এগুলোও একটা শর কি-না দারুণ সন্দেহ। বরং ইশ্ৰেলী ইয়া’ প্রত্যয়ে নিম্পন্ন হওয়াই সঙ্গত এবং স্বাভাবিক। অতএব, উড়িয়া" যে একটা শব্দ নয়, "উড়°ইয়া” তাহাও যেমন নি:সংশয়ে অবধারিত হইল, সেকালে সকলেই যে জানিত কানানাইটরা উত্ত্বদেশীয়, তাহাও তেমনি অবিসংবাদে স্থিরীকৃত হইল। বেশ । তবে, একটা তুচ্ছ কথা এই যে, ঐ উড়িয়া লোকটা ছাড়া আরও বিস্তুর উড়িয়া কাৰানাইট তথায় ছিল। ইশ্ৰেলদের সঙ্গে অনেক দিন অনেক রকমেই তাহাদের জালাপ । লড়ায়েও বটে, বিয়া-সাদিতেও বটে। আনন্দেও বটে, নিরানদেও ঘটে। খাইবেল এন্থে নাম করা হইয়াছেও অনেকবার, কিন্তু এমনি আশ্চৰ্য্য যে, তাহাদের কোম স্বদেশীয়কেই আর উড়িয়া বলিয়া আর করিতে শুনিলাম না। বোধ কৰি ইঞ্জেলরাজ ডেভিডের নিষেধ ছিল। বলা যায় না—হইতেও পারে। বড় ঐক্যের অবতারণা করিয়া ঠাকুরমশায় বলিতেছেন, "রাজা ডেভিড যে উডু-সপ্তান কানানাইটকে তাহার শরীররক্ষক প্রহরী পদে নিযুক্ত করিয়াছিলেন, তাহ সম্ভবতঃ তাহাদের জাতিগত গুণ দেখিয়া । বর্তমান কালে সে কানালাইট জাতির অস্তিত্ব লুপ্ত হইয়াছে বটে, কিন্তু সেই একই গোষ্টির কলকাটা এখনও ভারতের কমিদ খা अकृशान विन्नमान। यहे कषकान्नैोइ भारौद्रिक शतृ ग#न गषिनरे तूवा पात्र \}^\o