পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চলল ললগজ্জে আলাপ-সভাস্ক শরৎবাবু বলিলেন—“আপনাদের এখানে আসার ইচ্ছা আমার বরাবরই ছিল। নানা কাজের ঝঞ্জাটে আর শরীর ভাল নয় বলে আসা হয়ে ওঠেনি। বস্তৃত৷ আমি করতে জানি না। আমি সেবার যখন এখানে আসি, তখন বিশেষ কিছু বক্তৃত৷ দিইনি। অনেক সভাসমিতিতে যাই, কিন্তু মামুলী ধরণে দু-চারটা কথা বলে যাওয়া --ও আমি পারি না । সেবার কারও সঙ্গে বিশেষ আলাপ পরিচয় হয়নি। তাই আর একদিন এসে আলাপ করার ইচ্ছা ছিল । বলেছিলুম, লিখে কিছু বলে যাব। তাও ঘটে উঠল না । চারুবাবু আমাকে প্রশ্ন করার ভার আপনাদের উপর দিয়েছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা—যা এক হয়ে রূপ নিয়েছে আমার লেখার মধ্যে, আমার সাহিত্যে— তাই নিয়ে কিছু বলতে পারি। এ-রকম (আলোচনা-সভা ) যদি হয়, আর ধারা সাহিত্যিক, সাহিত্য সম্বন্ধে র্যাদের কৌতুহল আছে, তারা যদি আমায় (কোন লেখাদি সম্বন্ধে ? ) কি করে হয়, কেমন করে হয় প্রশ্ন করেন—আমার জ্ঞানগম্য হলে যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব । তবে এমন নয় যে, সকল প্রশ্নের উত্তর দিতে আমি পারব, কিংবা উত্তর দিতে আমি বাধ্য । , ছেলেবেলায় এখানে একবার আসি। খুব faint মনে আছে—আমার বয়স তখন চার কি পাচ। বোড়াই চণ্ডীতলায়—একতলা বাড়ি, কাছে পুকুর— কুণ্ডুমশাইয়ের বাড়ি—এমনি দু-চারটা কথা ছাড়া আর বিশেষ কিছু মনে নেই। ঠাকুর-মা রাগ করে এখানে চলে আসেন । আমিও তার সঙ্গে আসি। সে অনেক দিনের কথা । এখন আমার বয়স ৫৫ বৎসর। About fifty yeara-প্রায় e • বৎসর আগেকার কথা । এই দিক দিয়ে আপনাদের সঙ্গে আমার একটা আত্মীয়তা থাকার কথা বলা যায় । এখন একেবারে বাইরে গিয়ে পড়েছি । আমার মতামত &ष्ट्रठि ( नषtझ ?) शनि किहू ख्रिख्छांना करग्रन (डॉल) शनि ना झ्ञ आश्रखि ८महे( এতে আর কিছু না হয় ) আলাপ পরিচয় হয়। মতিবাবুর কথাও কিছু মাজকে গুনতে চাই ।” প্রযুক্ত বসন্তকুমার বন্দ্যোপাধ্যায় তখন অনুরোধ করিলেন—“আপনি আপনার বংশ পরিচয় ও সাহিত্যিক career-এর landmarks-এর কথা কিছু আমাদের यनूम ।" * শরৎবাবু বলিলেন,—“বংশ-পরিচয় আপনাকে কিছু দিয়েছি বলে সবাইকেই দেৰ wool aw-پایه