পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ না-কি ? শুনলে দুঃখ বোধ হবে-বংশের কোনও গৌরবই আমি রাখি না. র্যারা আমাদের প্রাচীন ইতিহাস মাটি খুড়ে, পাথর খুড়ে বার করেছেন আর বলেছেন –এই দেখ আমাদের এই ছিল, ঐ ছিল—আমি তাদের কথায় খুশি হই না। মামার বুক তাতে ফুলে ওঠে না। আমি বলি—আমাদের কিছুই ছিল না। এতে দুঃখ করবার কিছু নেই। নিজের জীবনের পরিচয় দিই না। দু-হাজার বছর আগে আমাদের কি ছিল না-ছিল—তার কথা পাথর মাটি খুড়ে আমাদের শুনিয়ে কাজ নেই। আমার কথা পুরান জিনিস নিয়ে গৌরব করে কাজ হবে না। নূতন গড়ে তোল। জাত সম্বন্ধেও তাই, নাই বা থাকল জাত—এমন ছেলে দেখা Tায়, যার বংশ-পরিচয় দেবার কিছু নেই—সে নিজের জোরে বড় হয়েছে, successful হয়েছে—আমারও মনের ভাব তাই। আমার একখানা বই বন্ধ হয়ে আছে— “শেষ প্রশ্ন,” তাতে এই সম্বন্ধেই আলোচনা করেছি। যা কিছু বৰ্ত্তমানে চলছে তার অনেক-কিছুর উপর তাতে কটাক্ষ আছে, attack আছে। মতিবাবু হয়ত খুবই রাগ করবেন—তিনি ত রেগেই আছেন—বইখানা এখনও শেষ হয়নি—বোধ হয় দু-চার দিনের মধ্যে লেখা শেষ হবে । শেষ হলে তা পড়লে হয়ত তিনি খুশী হবেন না ! ধৰ্ম্ম সম্বন্ধে আমাদের বংশের একটা থ্যাতি আছে। আমাদের বংশে আটপুরুষ ধরে একজন করে সন্ন্যাসী হয়ে আসছে । আমার মেজ ভাই সন্ন্যাসী। আমার মাতুল-বংশ ধৰ্ম্মভীরু বংশ । মাতামহ খুব গোড় হিন্দু ছিলেন। আমিও খুব ...এমন কি চার-পাঁচবার সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়িয়েছি। ভালভাল সন্নাসীরা যা করে থাকেন—অর্থাৎ গঞ্জিক-সবনাদি—তা অনেক করেছি। এখন একেবারে উন্ট । এই ধৰ্ম্ম নিয়ে চলার যে একটা পথ—মতিবাবু যা করেন--তিনি যে line নিয়ে চলেছেন–বোধ হয় এ-সম্বন্ধে কিছু বলা এখানে শোভন হবে না । ওপথ আমার ८भांटकॅझे भग्न । - 感 মতিবাবুর বই আমি খুবই পড়ি—ওঁর যা-কিছু লেখা খুব মন দিয়েই পড়েছি। এই দেশটাকে তিনি আবার পুরাতন ধর্মের উপর দঁাড় করাতে চান—মূতন জাত গড়তে চান, কিন্তু basis হ’ল ধৰ্ম্ম—ভগস্তুক্তি—এই সমস্ত । শাস্ত্রে-টাস্ত্রে অনেক সাধনার কথা আছে—আমার unfortunately মনটা একেবারে উল্টা দিকে গেছে —সাধনার আর কোন মূল্য খুঁজে পাই না। শাস্ত্র-সাধনা বা ছিল, সবই যদি এত বড় ছিল, আমরা এত ছোট হলুম কেন ? নানা লোকে নানা কথা বলবে। চোখের উপর দেখছি সব জাতিই—যাদের আত্মসম্মানবোধ খুব বেশি–তার স্বাধীন বলে পৃথিবীতে নিজের পরিচয় দিচ্ছে। আমরা এত বড় হয়েও একবার পাঠান, একবার মোঘল, একবার ইংরেজের জুতোর তলায় পিষে মরছি! কেন—তার কোন $4to,