পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বন্দনা কহিল, তখন হয়ত আর বারণ করবার সময় থাকবে না। মুখুয্যেমশাই রাগ করলে আমার ওপর করবেন। আপনার ভয় নেই। যান দেরি করবেন না । এই বলিয়াই সে ফিরিতে উষ্ঠত হইল, উত্তরের অপেক্ষাও করিল না। হতবুদ্ধি ম্যানেজার ভাবিল, মন্দ নয়। বিপ্রদাসের হুকুম অমান্ত করা কঠিন, এমন কি অসম্ভব বলাও চলে, কিন্তু এই অপরিচিত মেয়েটির সুনিশ্চিত নি:সংশয় শাসন অবহেলা করাও কম কঠিন নয়। প্রায় তেমনি অসম্ভব। ক্ষণকাল বিমূঢ়ের ন্যায় স্তব্ধ থাকিয়া দ্বিধা-স্বরে কহিল, আঞ্জে, যাই তা হলে—নিষেধ করে আসি ? কিছু আগাম দেওয়া হয়ে গেছে— তা হোক, আপনি দেরি করবেন না। বলিয়া সে ফিরিয়া আসিল । সন্ধ্যার পরে ফিরিয়া আসিয়া বিপ্রদাস খবর শুনিল। খুশী হইবে কি রাগ করিবে হঠাৎ ভাবিয়া পাইল না। রান্নাঘরে আসিয়া দেখিল, আয়োজন প্রায় সম্পূর্ণ, বন্দনা ছোট একটা টুল পাতিয়া পাচক ব্রাহ্মণকে লইয়া ব্যস্ত, উঠিয়া দাড়াইয়া কৃত্রিম বিনয়ের কণ্ঠে কহিল, রাগের মাথায় ম্যানেজার বাবুকে বরখাস্ত করে আসেননি ত মুখুয্যেমশাই। বিপ্রদাস কহিল, মুখুয্যেমশাই যে বদরাগী এ খবর তোমায় দিলে কে ? বন্দন বলিল, লোকে বলে বাঘের গন্ধ এক যোজন দূর থেকে পাওয়া যায়। বিপ্রদাস হাসিয়া ফেলিল—কিন্তু অতিথিদের উপায় কি হবে ? এদের সকলের বে রাত্রে ডিনার করা অভ্যেস—তার কি বল ত ? বন্দনা কহিল, র্যার যা না হলে নয় তাকে লোক দিয়ে হোটেলে পাঠিয়ে দিন । বিলের টাকা আমি দেব। তামাস নয় বন্দনা, এ হয়ত ঠিক ভাল হ'ল না । ভাল হ’তে বুঝি ঐ সব জিনিস এ-বাড়িতে বয়ে আনলে ? মা শুনলে কি বলতেন বলুন ত ? বিপ্রদাস একথা যে ভাবে নাই তাহা নহে, কিন্তু স্থির করিয়ু উঠতে পারে নাই, কহিল, তিনি জানতে পারতেন না । বন্দন মাথা নাড়িয়া বলিল, পারতেন। আমি চিঠি লিখে দিতুম । কেন ? কেন ? কখনো ষা করেননি, দুদিনের এই কটা বাইরের লোকের জন্যে কিসের জন্তে তা করতে যাবেন ? কথখন না । শুনিয়া বিপ্রদাস শুধু যে খুনী হইল ভাই নয়, বিস্ময়াপন্ন হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু তুমি যে কাল থেকে কিছুই খাওনি বন্দন ? রাগ কি পড়বে না ? তাহার কণ্ঠস্বরে এবার একটু স্নেহের স্বর লাগিল । বন্দন মৃত্ত্বকণ্ঠে জবাব দিল, রাগিয়ে দিয়েছিলেন কেন ? কিন্তু শুন্থন, আপনার ፀ: