পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বন্দন বলিল, সে আমি ঠিক জানিনে। কিন্তু বোধ হয় যা আপনি মুখে বলেন তার সবটুকু ভেতরে মানেন না। নইলে মাকে লুকিয়ে এ ব্যবস্থা করতে কিছুড়েই রাজি হতেন না। লোকে আপনাকে মিথ্যে অত ভয় করে। র্যাকে করা দরকার সে আপনি ন’ম, আপনার মা । শুনিয়া বিপ্রদাস কিছুমাত্র রাগ করিল না, বরঞ্চ হাসিয়া বলিল, তুমি দুজনকেই চিনেচ । কিন্তু ব্যাপারটা যে মাকে লুকিয়ে হচ্ছিল এ খবর তুমি শুনলে কার কাছে ? বন্দন নাম করিল না, শুধু কহিল, আমি জিজ্ঞেস করে জেনে নিয়েছি। সে এত বড় দুর্ঘটনা যে, মেজদি আমাকে কোনদিন ক্ষমা করতে পারবেন না, চিরদিন অভিসম্পাত করে বলবেন, বন্দনার জন্যেই এমন হ’ল । তাই কিছুতেই একাজ করতে আপনাকে আমি দিতে পারিনে । বিপ্রদাস কহিল, তুমি পরম আত্মীয়-কুটুম্বের মধ্যে সকলের বড়। এ তোমার যোগ্য কথা। কিন্তু লুকোচুরি না করে তোমার হাতে আমার খাওয়া চলে না একথা সে লোকটিকে জিজ্ঞাসা করেছিলে ? বরঞ্চ জেনে এস গিয়ে, ততক্ষণ আমি অপেক্ষ করে রইলুম, বলিয়া সে হাসিয়া খাবারের থালাটা একটুখানি ঠেলিয়া দিল। বন্দনার মুখ প্রথমে লজ্জায় রাঙা হইয়া উঠিল, পরে সামলাইয়া লইয়া কহিল, না, একথা তাকে জিজ্ঞাসা করতে আমি যেতে পারব না, আপনার খেয়ে কাজ নেই। বিপ্রদাস বলিল, কিন্তু মুস্কিল এই যে, নিজের বাডিতে তোমাকে উপবাসী রাখতে ত পারিনে, বলিয়া সে আহারে প্রবৃত্ব হইল । বন্দন ক্ষণকাল নীরব থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এর পরে কি করবেন ? বাড়ি ফিরে গিয়ে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করব, বলিয়া হাসিল । কিন্তু তাহার হাসি সত্ত্বেও ইহা সত্য না পরিহাস, বন্দনা নিশ্চিত বুঝিতে না পারিয়া পুনরায় স্তব্ধ হইয়া রহিল । বিপ্রদাস কহিল, মায়ের সঙ্গে বোঝাপড়া একটা হবেই, কিন্তু তোমার বোনের শাস্তি থেকে যে পরিত্রাণ পাব এটা তার চেয়েও বড়। বলিয়া পুনশ্চ সহাস্তে কহিল, বিশ্বাস হ’ল না? আচ্ছ। আগে বিয়ে হোক, তখন মুখুয্যেমশায়ের কথাটা বুঝবে, বলিয়া সে খাবারের পাত্রটা নিঃশেষ করিয়া উঠিয়া দাড়াইল । এদিকে ডিনার বাতিল হইল বটে, কিন্তু অন্যান্য রুচিকর আহাৰ্য্যের আয়োজনে অবহেলা ছিল না । স্বতরাং পরিতৃপ্তির দিক দিয়া কোথাও ত্রুটি ঘটিল না। কিন্তু সৰ্ব্বকাৰ্য্য সমাধা করার পরে বিছানায় শুইয়া বন্দন ভাবিতেছিল, তাহার সম্বন্ধে বিপ্রদাসের আচরণ প্রত্যাশিতও নয়, হয়ত অন্যায়ও নয়, এবং আপনার জন হইয়াও যেজন্ত এতকাল ঘনিষ্ঠতা ও পরিচয় ছিল না তাহাও এতদিনের প্রাচীন কাহিনী যে নূতন করিয়া আঘাত বোধ করা শুধু বাহুল্য নয়, বিড়ম্বনা। প্রণাম করিতে গেলে 翰翰