পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিপ্রদাস শুনিয়া বন্দন হাসিয়া ফেলিল, কিন্তু জবাব দিল না । বিপ্রদাস কহিল, সেদেশে শুনেচি বেলা বারোটা পৰ্যন্ত লোককে যুতে হয়। কঠিন সাধনা। তোমাকে কিন্তু কষ্ট করে সাধতে হবে না, এদেশ থেকেই আয়ত্ত হয়ে রইল । বন্দন! এবারও হাসিল, কিন্তু তেমনই চুপ করিয়া বিপ্রদাসের মুখের পানে চাহিয়া রহিল। নিতান্তই সাধাসিধে সাধারণ ভদ্র চেহারা। হাস্যপরিহাসে স্নেহশীল, তাহাদের একজন। অথচ কাল রাত্রির নীরবতায়, নির্জন গৃহের মধ্যে স্তন্ধ মৌন এই মূৰ্ত্তিটিকে কি যে রহস্যাবৃত মনে হইয়াছিল এই দিবালোকে সেই কথা স্মরণ করিয়া তাহার কৌতুহলের সীমা রহিল না। মুখুয্যেমশাই, এরা কোথায় ? কাউকে ত দেখচিনে ? বিপ্রদাস কহিল, তার মানে তারা নেই। অর্থাৎ শ্বশুরমশাই এবং সন্ত্রীক ব্যারিস্টার. মশাই—তিনজনেই গেছেন হাওড়ায় রেলওয়ে স্টেশনে—গাড়ি রিজার্ড করতে । বন্দনা সবিস্ময়ে প্রশ্ন করিল, সস্ত্রীক ব্যারিস্টারমশাই করতে পারেন, কিন্তু বাবা করতে যাবেন কেন ? তার ছুটি শেষ হতে এখনও আট-দশ দিন বাকী আছে। তা ছাড়া আমাকে না বলে ? বিপ্রদাস কহিল, বলবার সময় পাননি, বোধ করি ফিরে এসেই বলবেন । সকালে বোম্বাইয়ের অফিস থেকে জরুরি তার এসেচে–মুখের ভাব দেখে সন্দেহ রইল না যে না-গেলেই নয় । কিন্তু আমি ? এত শীগগির যেতে যাব কেন ? * বিপ্রদাসও সেই স্বরে স্বর মিলাইয়া কহিল, নিশ্চয়ই, যেতে যাবে কেন ? আমিও ঠিক তাই বলি । বন্দনা বুঝিতে না পারিয়া জিজ্ঞাস্ক-মুখে চাহিয়া রহিল। 竇 বিপ্রদাস কহিল, বোনটিকে একটা তার করে দাও না—দেওরটিকে সঙ্গে করে এসে পড়ুন। তোমাদের মিলবে ভাল, অতিথি-সংকারের দায় থেকে আমিও অব্যাহতি পেয়ে বঁচিব । বন্দন সভয়ে ব্যগ্রস্বরে জিজ্ঞাসা করিয়া উঠিল, সে কি সম্ভব হতে পারে মুখুয্যেমশাই ? মা কি কখনো এ প্রস্তাবে রাজি হবেন ? আমাকে তিনি ত দেখতে পারেন না । বিপ্রদাস কহিল, একবার চেষ্টা করেই দেখো না । বল ত তার করার একটা ফরম পাঠিয়ে দিই—কি বল ? - বদন উৎসুক চক্ষে ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া শেষে কি ভাবিয়া বলিল, থাক্ । মুখুয্যেমশাই, এ আমি পারব না । 8 *