পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিগ্রদাস ভদ্র ও মিষ্ট, তবু কেমন একটা ব্যবধান তাহার প্রত্যেকটি পদক্ষেপে প্রতি মুহূর্তেই অমৃভব করা যায়। সকলের মাঝখানে থাকিয়াও সে সকলের হইতে দূরে বাস করে। আশ্রিত পরিজন, দাসী-চাকর, কৰ্ম্মচারিবর্গ সকলে ইহাকে শ্রদ্ধ করে, ভক্তি করে, কিন্তু সৰ্ব্বাপেক্ষ বেশী করে ভয় । তাহাদের ভাবটা যেন এইরূপ— বড়বাবু অন্নদাতা, বড়বাবু রক্ষাকৰ্ত্তা, বড়বাৰু দুৰ্দ্দিনের অবলম্বন, কিন্তু বড়বাৰু কাহারও আত্মীয় নন। পিতৃবিয়োগে তাহাকে দায় জানান যায়, কিন্তু পুত্রের বিবাহউৎসবে আহারের নিমন্ত্রণ করা চলে না। এই ঘনিষ্ঠ সম্বন্ধটুকু তাহারা ভাবিতে পারে না । কাল বন্দন রান্নাঘরের দাসীটিকে সরল ও কিঞ্চিৎ নিৰ্ব্বোধ পাইয়া কথায় কথায় ইহার কারণ অনুসন্ধান করিতেছিল, কিন্তু অনেক জেরা করিয়াও কেবল এইটুকু বাহির করিতে পারিল যে, সে ইহার হেতু জানে না, শুধু সকলেই ভয় করে বলিয়া সে-ও করে এবং অপরকে প্রশ্ন করিলেও বোধ করি এই উত্তরই মিলিত । মুখুয্যে পরিবারে এ যেন এক সংক্রামক ব্যাধি। সেদিন ট্রেনের মধ্যে দৈবাৎ সেই ক্ষুদ্র ঘটনাটুকু অবলম্বন করিয়া বিপ্রদাসের বলিষ্ঠ প্রকৃতি বন্দনার কাছে ক্ষণিকের জন্য দেখা দিয়া আবার সম্পূর্ণ আত্মগোপন করিয়াছে। গাড়ির মধ্যে সেদিন কাছে বসিয়া হাস্যপরিহাসের কত কথাই হইয়া গেল, কিন্তু আজ মনে হয় না সেই মানুষটি এ-বাড়ির বড়বাৰু। হঠাৎ নীচে হইতে একটা গোলমাল উঠিল, কে একজন ছুটিয়া আসিয়া খবর দিল তাহার পিতা রায়সাহেব স্টেশন হইতে ফিরিয়াছেন খোড়া হইয়া । বন্দন জানালা দিয়া উকি মারিয়া দেখিল পাঞ্জাবের ব্যারিস্টার ও তদীয় পত্নী দুইজন দুই বগল ধরিয়া সাহেবকে গাড়ি হইতে নামাইতেছেন। তাহার এক পায়ে জুতা-মোজা খোলা ও তাহাতে খান দুই-তিন ভিজা রুমাল জড়ানো। প্ল্যাটফর্মে ভিড়ের হুড়ামুড়িতে কে নাকি তাহার পায়ের উপর ভারী কাঠের বাক্স ফেলিয়া দিয়াছে। লোকজনে ধরাধরি করিয়া তাহাকে উপরে তুলিয়া বিছানায় শোয়াইয়া দিল—দরওয়ান ছুটিল ডাক্তার ডাকিতে—ডাক্তার আসিয়া ব্যাণ্ডেজ বাধিয়া ঔষধ দিল—বিশেষ কিছু নয়, কিন্তু কিছুদিনের জন্য র্তাহার চলা-হাট বন্ধ হইল । পরদিন বিকালে সতী আসিয়া পৌছিল, বন্দন কলরবে অভ্যর্থনা করিতে গিয়া থমকিয়া দাড়াইয়া দেখিল মোটর হইতে অবতরণ করিতেছে শুধু মেজদি নয়, সঙ্গে আছেন শাশুড়ী-দয়াময়ী। উচ্ছসিত আনন্দকলরোল নিবিয়া গেল, বন্দন আড়ষ্টভাবে কোনমতে একটা প্রণাম সারিয়া লইয়া একেবারে সরিয়া দাড়াইতেছিল ; কিন্তু দয়াময়ী কাছে আসিয়া আজ তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন, হাসিয়া জিজ্ঞাসা করিলেন, ভাল আছ ত মা ? so 蝴一°