পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দ্বিজদাস ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, দেখুন এ ঠিক সাহস অ-সাহসের বিষয় নয়। স্বভাবতঃ আমি ভীতু লোক নই, কিন্তু দাদার প্রকাগু নিষেধ অবজ্ঞা করার কথা আমি ভাবতে পারিনে। ছেলে-বেলায় বাবার অনেক কথা আমি শুনিনি, দণ্ডও পাইনি তা নয়, কিন্তু আমার দাদা অন্ত প্রকৃতির মানুষ । তাকে কেউ কখন উপেক্ষা করে না । ነነ উপেক্ষা করলে কি হয় ? কি হয় আমি জানিনে, কিন্তু আমাদের পরিবারে এ প্রশ্ন আজও ওঠেনি। বন্দনা কহিল, মেজদির চিঠিতে জানি দেশের জন্যে আপনি অনেক কিছু করেন যা দাদার ইচ্ছার বিরুদ্ধে । সে-সব করেন কি করে ? দ্বিজদাস কহিল, র্তার ইচ্ছের বিরুদ্ধে হলেও তার নিষেধের বিরুদ্ধে নয়। তা হলে পারতুম না। বন্দনা মিনিট দুই-তিন নীরবে থাকিয়া কহিল, দিদির চিঠি থেকে আপনাকে যা ভেবেছিলুম তা আপনি নন। এখন তাকে ভরসা দিতে পারব, তাদের ভয় নেই। আপনার স্বদেশ-সেবার অভিনয়ে মুখুয্যে বংশের বিপুল সম্পদের এক কণাও কোন দিন লোকসান হবে না । দিদি নিশ্চিন্ত হতে পারেন। দ্বিজদাস হাসিয়া বলিল, দিদির লোকসান হয় এই কি আপনি চান ? বন্দনা বিব্রত হইয়া কহিল, বা-তা কেন চাইব। আমি চাই তাদের ভয় ঘুচুক, তারা নির্ভয় হোন । দ্বিজদাস কহিল, আপনার চিস্তা নেই, তারা নিৰ্ভয়েই আছেন। অন্তত: দাদার সম্বন্ধে একথা নিঃসঙ্কোচে বলতে পারি, ভয় বলে কোন বস্তু তিনি আজও জানেন না । ও র্তার প্রকৃতি-বিরুদ্ধ । বন্দন৷ হাসিয়া বলিল, তার মানে ভয় জিনিসটা সবটুকু বাড়ির সকলে মিলে আপনারাই ভাগ করে নিয়েচেন, র্তার ভাগে আর কিছুই পড়েনি—এই ত? শুনিয়া দ্বিজদাসও হাসিল, অনেকটা তাই বটে। তবে আপনাকেও বঞ্চিত করা হবে না, সামান্য যা অবশিষ্ট আছে সেটুকু আপনিও পাবেন । তিন-চারদিন একসঙ্গে আছেন এখনও তাকে চিনতে পারেননি ? বন্দনা কহিল, না। আপনার কাছ থেকে তাকে চিনতে শিখব আশা করে আছি । দ্বিজদাস কহিল, তা হলে প্রথম পাঠ নিন। ঐ জুতো জোড়াটি খুলে ফেলুন। . চাকর আসিয়া বলিল, মা আপনাদের ওপরে ডাকচেন । চলিতে চলিতে বলুন জিজ্ঞাসু করিল, হঠাৎ মা এসেচেন কেন ? (* २