পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দ্বিজদাস কহিল, সামান্ত একটু জরের মত । কি খাবেন এ-বেলা ? দ্বিজদাস কহিল, সাগু বালি ছাড়া যা দেবেন তাই । বন্দন জিজ্ঞাসা করিল, রান্নাঘরে যাব, শেষকালে কোন গোলযোগ ঘটবে না ত ? দ্বিজদাস বলিল, না। অন্নদাদিদি সেই পরিচয়ই বোধ হয় আপনার দিয়েচেন । ওঁর কথা মা কখন ঠেলতে পারেন না—ভারি ভালবাসেন । ম্লেচ্ছ অপবাদটা বোধ করি আপনার কাটল । বন্দনা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয় কহিল, খুব আশ্চর্য্যের কথা। দ্বিজদাস স্বীকার করিয়া বলিল, ই । ইতিমধ্যে আপনি কি করেচেন, অন্নদী-দিদি কি কথা মাকে বলেচেন জানিনে কিন্তু আশ্চৰ্য্য হয়েচি আপনার চেয়েও ঢের বেশি আমি নিজে । কিন্তু আর দেরি করবেন না, যান, খাবার ব্যবস্থা করুন গে। আবার দেখা হবে। বলিয়া দুইজনে মায়ের ঘর হইতে বাহির হইয়া আসিল । 'ృషి কৈলাস তীর্থ-যাত্রায় পথের দুর্গমতার বিবরণ শুনিয়া মামীরা পিছাইয়াছেন, দয়াময়ীর নিজেরও বিশেষ উৎসাহ দেখা যায় না, তথাপি তাহার কলিকাতায় কাটিল পাচ-ছয়দিন দক্ষিণেশ্বর, কালীঘাট ও গঙ্গাস্নান করিয়া। কাজের লোকের হাতেই কাজের ভার পড়ে, এ-বাটীর প্রায় সমস্ত দায়িত্বই আসিয়া ঠেকিয়াছে বন্দনার কাছে। সতী কিছুই করে না, সকল ব্যাপারে বোনকে দেয় আগাইয়া, নিজে বেড়ায় শাশুড়ীর সঙ্গে ঘুরিয়া । তবুও কোথাও বাহির হইতে হইলে তাহাকে ডাক দিয়া বলে, বন্দন, আয় না ভাই আমাদের সঙ্গে । তুই সঙ্গে থাকলে কাউকে কোন কথা জিজ্ঞাসা করতে হয় না | বিপ্রদাসেরও আজ-কাল করিয়া বাড়ি যাওয়া ঘটে নাই, মা কেবলি বাধা দিয়া বলেন, বিপিন চলিয়া গেলে তাহাকে বাড়ি লইয়া যাইবে কে ? সেদিন সন্ধ্যায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখিয়া ফিরিয়া আসিলেন, বিপ্রদাসকে ডাকাইয়া আনাইয়া উত্তেজনার সহিত বলিতে লাগিলেন, বিপিন, তুই যা বলিস্ বাবা, লেখা-পড়া জানা মেয়েদের ধরণই আলাদা । বিপ্রদাস বুঝিল, এ বন্দনার কথা । জিজ্ঞাসা করিল, কি হয়েচে মা ? 镜能