পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস বাপের কাছে সত্যি সত্যিই যদি কিছু শিখে থাকে আচার-আচরণে সকলের নিচু হয়েই থাকবে তুমি দেখ। যুক্তিটা মা অস্বীকার করিতে পারিলেন না, বলিলেন, একথা তোর সত্যি, কিন্তু আগে থেকে জানব কি করে বল ? তা ছাড়া, আমাদের পাড়াগায়ে বিষ্ঠের কমবেশী কেউ যাচাই করতে আসে না, কিন্তু বোঁ দেখতে এসে সকলে যে নাক তুলে বলবে বুড়ে-মাগীর কি চোখ ছিল না যে অমন বৌয়ের পাশে এই বোঁ এনে দাড় করালে। এ আমার সইবে না বাবা । *. বিপ্রদাস ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু অক্ষয়বাবুকে ত একটা জবাব দিতে হবে মা। সেদিন তাকে ভরসা দিয়েছিলুম, আমার মায়ের বোধ হয় অমত হবে না । শুনিয়া দয়াময়ী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, ও কথা না বললেই ভাল হ’ত বিপিন। তা সে যাই হোক, বৌমার মত কি হচ্ছে আগে শুনি, তার পরে তাকে বললেই হবে। বিপ্রদান কহিল, অক্ষয়বাবু আমাদের নিতান্ত পর নয়। এতদিন পরিচয় ছিল না বলেই তা প্রকাশ পায়নি। কিন্তু আত্মীয়তার জন্যেও বলিনে, কিন্তু তোমার আর এক ছেলের যখন বিয়ে দিয়েছিলে, নিজের ইচ্ছেতেই দিয়েছিলে, অন্য কাউকে জিজ্ঞাসা করতে যাওনি। আর এর বেলাতেই কি যত মত-জানাজানির দরকার হ’ল মা ? তর্কে হারিয়া দয়াময়ী হাসিমুখে বলিলেন, কিন্তু এখন যে বুড়ো হয়েচি বাবা, আর কতকাল বাচৰ বল ত ? কিন্তু চিরকাল যাকে নিয়ে ঘর করতে হবে তার মত না নিয়ে বিয়ে দিতে পারি? না না, দুদিন আমাদের তুই ভাবতে সময় দে । বলিয়া তিনি বাহির হইয়া গেলেন । বাহিরে আসিয়া দয়াময়ী নিজের ঘরের দিকে না গিয়া বেহাইয়ের ঘরের উদ্দেশে চলিলেন । এই কয়েক দিনের ঘনিষ্ঠতায় বন্দনার পিতার কাছে তাহার অনেকটা সঙ্কোচ কাটিয়া গিয়াছিল, প্রায়ই নিজে আসিয়া র্তাহার তত্ত্ব লইয়া যাইতেন—এদিকে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে, আহিকে বসিলে শীঘ্র উঠিতে পাখিবেন না ভাবিয়া তাহার ঘরে আসিয়া ঢুকিলেন-কেমন আছেন— কথাটা সম্পূর্ণ হইতে পারিল না। ঘরের অপর প্রান্তে বসিয়া একটি মুদৰ্শন যুবক বন্দনার সহিত মৃদুকণ্ঠে গল্প করিতেছিল, নিখুত সাহেবি পোষাকের এই অপরিচিত লোকটির সম্মুখে হঠাৎ আসিয়া পড়ায় দয়াময়ী সলজে পিছাইয়া যাইবার উপক্রমেই রায়সাহেব বলিয়া উঠিলেন, কোথায় পালাচ্চেন বেয়ান, ও যে আমাদের স্বধীর । ওকে লজ্জা কিসের ? ও ত বিপ্রদাস দ্বিজদাসের মতই আপনার ছেলে। আমার অস্থখের খবর পেয়ে মাদ্রাজ থেকে দেখতে এসেচে। স্বধীর, ইনি বন্দনার দিদির শাশুড়ী—বিপ্রদাসের মা, একে প্রণাম কর। wo