পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 সন্ধ্যা উত্তীর্ণপ্রায়, বন্দন আসিয়া দ্বিজদাসের ঘরের সম্মুখে দাড়াইয়া ডাকিল, একবার আসতে পারি দ্বিজুবাৰু? ভিতর হইতে সাড়া আসিল, পার। একবার নয়, শত সহস্ৰ অসংখ্যবার পার । বন্দনা দরজার পাল্লা দুটা শেষপ্রান্ত পৰ্য্যস্ত ঠেলিয়া দিয়া প্রবেশ করিল এবং ঘরের সব কয়টা আলো জালিয়া দিয়া খোলা দরজার সম্মুখে একটা চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। দ্বিজদাস হাতের বইটা একপাশে উপুড় করিয়া রাখিয়া বিছানায় উঠিয়া বসিয়া বলিল, কি হুকুম ? কি পড়ছিলেন ? ভূতের গল্প । অতিথি বড় না ভূতের গল্প বড় ? ভূতের গল্প বড়। বন্দনা বিরক্ত হইয়া বলিল, সকল সময়েই তামাসা ভাল নয়। আমরা যে আপনার বাড়িতে অতিথি এ জ্ঞান আপনার আছে ? দ্বিজদাস কহিল, তোমরা যে দাদার বাড়িতে অতিথি এ জ্ঞান আমার পূর্ণ মাত্রায় আছে । এবং বাড়ি-আলা আদেশ দিয়ে গেছেন তোমাদের যত্বের যেন না ক্রাট হয় । নিশ্চয় হ’ত না, কিন্তু এই ভূতের গল্পটায় আত্ম-বিশ্বত হয়ে কৰ্ত্তব্যে কিঞ্চিৎ শৈথিল্য ঘটেচে । অতএব অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করি । সমস্ত দিনটা আমার কত কষ্টে কেটেচে জানেন ? নিশ্চয় জানি । নিশ্চয় জানেন ? অথচ প্রতিকারের কি কোন উপায় করেচেন ? দ্বিজদাস কহিল, না করার প্রথম কারণ পূর্বেই নিবেদন করেচি। দ্বিতীয় কারণ, এ প্রতিকার আমার সাধ্যাতীত । কেন ? সে আমার বলা উচিত নয় । বন্দন জিজ্ঞাসা করিল, মা এবং মেজদি এমন হঠাৎ বাড়ি চলে গেলেন কেন ? মেজদি গেলেন প্রবলপরাক্রান্ত শাশুড়ীর হুকুম বলে। নইলে তিনি নির্দোষ । কিন্তু মা গেলেন কেন ? मां-हें जांtनन । ੋਂ