পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস বিপ্রদাস বলিল, ঠিক জানিনে মা, কিন্তু কোথায় কি-একটা গোলযোগ ঘটেচে এইটুকুই আন্দাজ করেচি। মা কহিলেন, গোলযোগ ঘটেনি কিন্তু ঘটতে পারত। এর থেকে মা দুর্গা আমাকে রক্ষে করেচেন। কাল বেহাই-মশাই বোম্বাই চলে যাবেন, কথা ছিল তার পরে বন্দন৷ এসে কিছুদিন থাকবে মেজদিদির কাছে। কিন্তু মেয়েটার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে ত এখানে সে আর আসতে চাইবে না, বাপের সঙ্গে সোজা বোম্বায়ে চলে যাবে। যদি না যায় যেতে বলে দিস। বৌমা, মনে কিছু দুখ ক’রো না মা, অমন বোনকে বনবাসে দেওয়া চলে, কিন্তু ঘরে এনে তোলা চলে না। বিপ্রদাস নিরুত্তরে চাহিয়া রহিল, তাহার বিস্ময়ের অবধি নাই। দয়াময়ী বলিতে লাগিলেন, আমার পোড়াকপাল যে ওকে ভালবাসতে গিয়েছিলুম, মনে করেছিলুম ও আমাদেরই একজন। ওর চাল-চলনে গলদ আছে,-ভেবেছিলুম, সে-সব ইস্কুলে কলেজে পড়ার ফল,—চাদের গায়ে উড়ো মেঘের মত, বাতাস লাগলে উড়ে যাবেথাকবে না । হাজার হোক সতীর বোন তো বটে ? কিন্তু ও বর বেছে নিলে কায়েতের ঘর থেকে, কে জানত বিপিন, বামুনের বংশে জন্মে ওরা এত অধঃপাতে গেছে। বিপ্রদাস কহিল,—ও এই কথা। কিন্তু ওরা যে জাত মানে না এ খবর তুমি ত শুনেছিলে মা ? দয়াময়ী বলিলেন, শুনেছিলুম, কিন্তু চোখে দেখিনি, বোধ হয় মনে বুঝতেও পারিনি । রূপকথার গল্পের মতো । কিন্তু চোখে দেখলে যে কারো পরে কারো এত বেতেই জন্মায় তা সত্যিই জানতুম না বাবা। বলিতে বলিতে ঘূণায় যেন তিনি শিহরিয়া উঠিলেন, কহিলেন, মরুকগে। যা ইচ্ছে হয় করুক, কে আর আমার ও–কিন্তু আমার বাড়িতে আর না । বিপ্রদাস চুপ করিয়া আছে দেখিয়া বলিলেন, কই জবাব দিলিনে যে বিপিন ? জবাব ত তুমি চাওনি মা ! হুকুম দিলে বন্দন যেন না আসে,—তাই হবে। তাহার কথা শুনিয়া দয়াময়ী দ্বিধায় পড়িলেন, হুকুমটা কি অন্যায় দিচ্ছি তোর মনে হয় ? হয় বই কি মা। বন্দনা অন্যায় কিছু করেনি, সামাজিক আচার-ব্যবহারে আমাদের সঙ্গে তাদের মেলে না, তারা জাত মানে না, একথা জেনেই তাকে তুমি আসার আহ্বান করেছিলে, ভালোও বেসেছিলে। তোমার মনে হয়ত আশা ছিল তারা মুখেই বলে কাজে করে না—এইখানেই তোমার হয়েচে ভুল, আঘাতও পেয়েচে এই জন্তে । グ》 لا لأسلجية