পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস অবস্থা দেখিয়া অন্নদা চিস্তিত হইল, কিন্তু নিৰ্ভয়ের স্বরে সাহস দিয়া বলিল, না দাদা, তোমার পুণ্যের দেহ, এতে দৈত্য-দানার বিক্রম চলবে না, তুমি দু’দিনেই ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার ডাকতে পাঠিয়ে দিই—আমি তাচ্ছিল্য করতে পারবো না । তাই দাও দিদি, বলিয়া বিপ্রদাস শয্যা গ্রহণ করিল। অন্নদা বিপদে পড়িল । ওদিকে হঠাৎ বাস্থদেবের অমুখের সংবাদে কাল দ্বিজদাস বাড়ি গেছে, দন্তমশাই সহরে নাই—মনিবের কাজে তিনিও ঢাকায় । একাকী কি করিবে ভাবিয়া না পাইয়া সকালে আসিয়া বলিল, বিপিন, একটা কথা বলব ভাই রাগ করবে না ত ? তোমার কথায় কখনো রাগ করেচি অমুদি } অন্নদা পাশে বসিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিল, প্রাণ দিয়ে রোগের সেবা করতেই পারি, কিন্তু মুখ্য মেয়েমানুষ জানিনে ত কিছু, বাড়িতেও খবর পাঠাতে পারচিনে, ছেলের অমুখ—ফেলে রেখে বোঁ আসবে কি করে—কিন্তু বন্দনাদিদিকে একটা খবর দিলে হয় না ? বিপ্রদাস হাসিয়া বলিল, বোম্বাই কি এ-পাড়া ও-পাড়া দিদি, যে, খবর পেয়ে সে দেখতে আসবে। হয়ত তার মুন আনতেই এদিকের পান্ত ফুরিয়ে যারে। তাতে কাজ নেই। অন্নদা জিভ কাটিয়া বলিল, বালই ধাট, এমন কথা মুখে আনতে নেই ভাই। বন্দনাদিদি কলকাতায় আছে, এখনো তার বোম্বায়ে যাওয়া হয়নি। বন্দনা কলকাতায় আছে ? ই, তার মাসীর বাড়ীতে বালিগঞ্জে। মেসে পাঞ্জাবের বড় ডাক্তার, মেয়ের বিয়ে দিতে দেশে এসেচেন । হঠাৎ হাওড়ার ইষ্টিশানে দেখা, তারাও নাবচেন গাড়ি থেকে, এরাও যাচ্চেন বোম্বায়ে । মাসী জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন, বললেন, দৈবাৎ যখন পাওয়া গেল তখন মেয়ের বিয়ে না হওয়া পৰ্য্যন্ত তিনি কিছুতে ছেড়ে দেবেন না। শুধু একদিন আটকে রেখে ওর বাপকে তারা যেতে দিলে। বিপ্রদাস জিজ্ঞাসা করিল, মাসীটি কি চেনা ? ষ্ঠা, আপনার বড় মাসী। দূরে-দূরে থাকে সৰ্ব্বদা দেখা-শুনা হয় না, সত্যি, কিন্তু আপনার লোক বটে । তুমি এত কথা জানলে কি করে অহদি ? কাল এসেছিলেন তারা বেড়াতে, দ্বিজুর খবর নিতে। দুপুরবেলায় ওপরের বারান্দায় বসে নাতির জন্তে কঁথি৷ সেলাই করচি, দেখি বাইরের উঠানে দু-গাড়ি । লোক এসে উপস্থিত। মেয়ে-পুরুষে অনেকগুলি। কে এরা ? উকি মেরে দেখি । b*魏