পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস বিপ্রদাস হাসিয়া বলিল, কিসের আপত্তি বন্দনা, তোমার থাকার ? কিন্তু বোনের বিয়ে যে । বিয়ে ত আমার সঙ্গে নয়—আমি না গেলেও বোনের বিয়ে আটকাবে না । সত্যি থাকবে না বিয়েতে ? न । " কিন্তু এরই জন্যে যে কলকাতায় রয়ে গেলে ? বন্দনা কহিল, যাচ্ছিলুম বোম্বায়ে, স্টেশন থেকে ফিরে এলুম, কিন্তু ঠিক এই জন্যেই নয়। দূরে থাকি, আপন সমাজের প্রায় কাউকে চিনিনে, মুখে মুখে কত কথা শুনি, গল্প-উপন্যাসে কত-কি পড়ি, তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারিনে— মনে হয় বুঝিবা আমরা সমাজ-ছাড়া এক-ঘরে । মাস্টীম ডাকলেন, ভাবলুম প্রকৃতির বিয়ের উপলক্ষে দৈবাৎ যে স্বযোগে মিললো, এমন আর পাবো না। তাহ ফিরে এলুম মুখুয্যেমশাই । বিপ্রদাস সহাস্তে কহিল, কিন্তু সে বিয়েটাই যে বাকি এখনো । দলের লোকদের চেনবার সুযোগ পেলে কই ? স্বযোগ পুরো পাইনি সত্যি, কিন্তু যতটা পেরেচি সে-ই আমার যথেষ্ট । নিজের সঙ্গে এদের কতখানি মিললো ? শুনতে পারি কি ? বন্দন হাসিয়া ফেলিল, বলিল, আপনি সেরে উঠুন তার পরে বিস্তারিত করে শোনাবো । চাকর আলো জালিয়া দিয়া গেল । শিয়রের জানালাটা বন্ধ করিয়া বন্দন৷ ঔষধ খাওয়াইল, কহিল, আর বসে নয়, এবার আপনাকে শুতে হবে । এই বলিয়া এলোমেলো বিছানাটা ঝাড়িয়া পরিষ্কার করিয়া বালিশগুলো ঠিক করিয়া দিল, বিপ্রদাস শুইয়া পড়িলে পা হইতে বুক পৰ্য্যন্ত চাদর দিয়া ঢাকিয়া দিয়া বলিল, সেরে উড়ে নিজেকে শুদ্ধ গুচি করে তুলতে না জানি কত গোবর-গঙ্গাজলই না আপনার লাগবে! বিপ্রদাস দুই হাত প্রসারিত করিয়া বলিল, এত। কিন্তু আশ্চৰ্য্য এই যে, সেবাযত্ন করতেও একটু জানো দেখচি। জানি একটু ? না মুখুয্যেমশাই, এ চলবে না। আমাদের সম্বন্ধে আপনাকে আরো একটু খোজ-খবর নিতে হবে। অর্থাৎ— অথাৎ আমাদের নিন্দেই যদি করেন সজ্ঞানে করতে হবে । এমনধারা চোখ বুজে স্ব-ত বলতে দেবে না। বিপ্রদাসের মুখে পরিহাসের চাপা হাসি, কহিল, এই আমাদেরটা কারা বন্দনা ? কাদের সম্বন্ধে আরও একটু খোজ-খবর নিতে হবে ? যাদের থেকে এইমাত্র পালিয়ে এলে তাদের ? a》