পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ শেষ হইলে, সেই যে তিনি বাহির হইয়া গিয়াছেন, এখনও ফিরেন নাই। স্বামীর প্রাত্যহিক গতিবিধি সম্বন্ধে আজ তাহার তিলমাত্ৰ সংশয় রহিল না। স্বরেশের আসা পৰ্য্যন্ত এমনই একটা উৎকট ও অবিচ্ছিন্ন কলহের ধারা এ-বাটতে প্রবাহিত হুইয়াছিল যে, তাহারই সহিত মাতামাতি করিয়া অচলা আর সব ভুলিয়াছিল। সে স্বামীকে ভালবালে না, অথচ ভুল করিয়া বিবাহ করিয়াছে, সারাজীবন সেই ভুলেরই দাসত্ব করার বিরুদ্ধে তাহার অশান্ত চিত্ত বিদ্রোহ ঘোষণা করিয়া অহৰ্নিশি লড়াই করিতেছিল। মৃণালের কথাটা সে একপ্রকার বিস্তৃত হইয়াই গিয়াছিল, কিন্তু আজ সন্ধ্যার অন্ধকারে সেই মৃণালের একটিমাত্র ছত্র তাহার সমস্ত পুরাতন দাহ লইয়া যখন উল্টা-স্রোতে ফিরিয়া আসিয়া উপস্থিত হইল, তখন এক মুহূর্তে প্রমাণ হইয়া গেল, তাহার সেই ভুল-করা স্বামীরই অক্ষ-নারীতে আসক্তির সংশয় হৃদয় দগ্ধ করিতে সংসারে কোন চিন্তার চেয়েই খাটো নয়। লেখাটুকু সে আর একবার পড়িবার জন্য চোখের কাছে তুলিয়া ধরিতে হাত বাড়াইল, কিন্তু নিবিড় ঘূণায় হাতখানা তাহার আপনি ফিরিয়া আসিল । সে চিঠি সেইখানেই তেমনি খোলা পড়িয়া রহিল, আচল ঘরের বাহিরে আসিয়া, বারান্দার খুঁটিতে ঠেস দিয়া স্তন্ধ হইয়া দাড়াইয়া রহিল। হঠাৎ তাহার মনে হইল—সব মিথ্যা। এই ঘর-দ্বার, স্বামী-সংসার, খাওয়া-পর, শোওয়া-বসা কিছুই সত্য নয়—কোন কিছুর জন্তেই মানুষের তিলাৰ্দ্ধ হাত-পা বাড়াইবার পর্য্যন্ত আবশ্বকতা নাই। শুধু মনের ভুলেই মাহুষে ছটফট করিয়া মরে, না হইলে পল্লীগ্রাম সহস্রই বা কি, খড়ের ঘর রাজপ্রাসাদই বা কি, স্বামী-স্ত্রী, বাপ-ম, ভাই-বোন সম্বন্ধই বা কোথায় । আর কিসের জন্যেই বা রাগ-রাগি, কান্না কাটি, ঝগড়া-ঝাটি করিয়া মরা। দুপুরবেলায় অত বড় কাণ্ডের পরেও যে-স্বামী স্ত্রীকে একলা ফেলিয়া ঘণ্টার পর ঘণ্টা নিশ্চিন্ত হইয়া বাহিরে কাটাইতে পারে, তাহার মনের কথা যাচাই করিবার জন্যেই বা এত মাথাব্যথা কেন ? সমস্ত মিথ্যা ! সমস্ত ফাকি ! মরীচিকার মতই সমস্ত অসত্য ! কিন্তু সংসার তাহার কাছে এতদূর খালি হইয়া যাইতে পারিত না, একবার যদি সে মৃণালের ঐ ভাষাটুকুর উপরে তাহার সমস্ত চিত্ত ঢালিয়া না দিয়া সেই মৃণালকে একবার ভাবিবার চেষ্টা করিত। অন্ত নারীর সহিত সেই পল্লীবাসিনী সদানন্দময়ীর আচরণ একবার মনে করিয়া দেখিলে তার নিজের মনটাকে ঐ কটা কথার কালিমাই এমন করিয়া কালো করিয়া দিতে বোধ করি পারিত না । যন্থ ফিরিয়া আসিয়া কহিল, বাবু জিজ্ঞাসা করলেন, চায়ের জল গরম হয়েছে কি ? অচলা ঠিক যেন ঘুম ভাঙ্গিয় উঠিল, কছিল, কোন বাৰু ? 为龟鲁