পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ অসাধ্য। যেদিন নিজের মুখে শুনাইয়া দিয়াছিল, তাঁহাকে সে ভালবাসে না, সেদিন সে আঘাতের গুরুত্ব সম্বন্ধেও সে এমনি অন্ধকারেই ছিল । অথচ এত বড় নিৰ্ব্বোধও সে নহে যে, সৰ্ব্বপ্রকার দুর্ভাগ্যেই স্বামীর নির্বিকার ঔদাসীন্তকে যথার্থই সত্য বলিয়া গ্রহণ করিতে তাহার মনের মধ্যে কোন সংশয় উকি মারিত না । তাই সেদিন স্টেশনের উপরে যে স্বামীর অবিচলিত শান্ত মুখের প্রতি বারংবার চাহিয়া সমস্ত পথটা শুধু এই কথাই ভাবিতে ভাবিতে আসিয়াছিল, সহিষ্ণুতার ওই মিথ্যা মুখোসের অন্তরালে তাহার মুখের সত্যকার চেহারাটা না জানি কিরূপ ! আজ তাহার পীড়ার সংবাদটাকে লঘু এবং স্বাভাবিক ঘটনার আকার দিবার জন্য কেদারবাৰু যখন সহজ গলায় বলিয়াছিলেন, তিনি কিছুই আশ্চৰ্য্য হন নাই, বরঞ্চ এতবড় দুর্ঘটনার পরে এমনিই কিছু একটা মনে মনে আশঙ্কা করিতেছিলেন, তখন অচলার নিজের অন্তরে যে ভাব এক মুহূর্তের জন্যও আত্মপ্রকাশ করিয়াছিল, তাহাকে অবিমিশ্র উৎকণ্ঠ বলাও সাজে না । স্কুরেশের রবার-টায়ারের গাড়ি দ্রুতবেগে চলিয়াছিল। পিসিমা এক দিকের দরজা টানিয়া দিয়া চুপ করিয়া বসিয়াছিলেন, এবং তাহার পার্থে অচলা পাথরের মূৰ্ত্তির মত স্থির হইয়া বসিয়াছিল। শুধু কেদারবাবু কাহারে কাছে কোন উৎসাহ ন পাইয়াও পথের দিকে শূন্ত দৃষ্টি পাতিয়া অনর্গল বকিতেছিল। স্বরেশের মত দয়ালু বুদ্ধিমান বিচক্ষণ ছেলে ভূ-ভারতে নাই ; মহিমের একগুয়েমির জালায় তিনি বিরক্ত হইয়া উঠিয়াছেন ; যে-দেশে মান্তষ নাই, ডাক্তার-বৈদ্য নাই, শুধু চোর-ডাকাত, শিয়াল-কুকুরের বাস, সেই পাড়াগায়ে গিয়া বাস করার শাস্তি একদিন তাহাকে ভাল করিয়াই ভোগ করিতে হইবে । এমনি সমস্ত সংলগ্ন অসংলগ্ন মন্তব্য তিনি নিরস্তর এই দুটি নির্বাক্ রমণীর কর্ণে নির্বিচারে ঢালিয়া চলিতেছিলেন। ইহার কারণও ছিল। কেদারবাবু স্বভাবতঃই যে এতটা হাল্কা প্রকৃতির লোক ছিলেন, তাহা নহে। কিন্তু আজ র্তাহার হৃদয়ের গৃঢ় আনন্দ কোন সংযমের শাসনই মানিতেছিল না। তাহদের পরম মিত্র সুরেশের সহিত প্রকাগু বিবাদ, একমাত্র কষ্ঠার নিঃশবা বিদ্রোহ এবং সৰ্ব্বোপরি একান্ত কুৎসিত ও কদৰ্য্য সংশয়ের গোপন গুরুভার বিগত কয়েকদিন হইতে র্তাহার বুকের উপর জাতার মত চাপিয়া বসিয়াছিল ; আজ পিলিমার অপ্রত্যাশিত আগমনে সেই ভারটা অকস্মাৎ অন্তৰ্হিত হইয়া গিয়াছিল। মহিমের অস্বখের খবরটাকে তিনি মনের মধ্যে আমলই দেন নাই। যদি সে রাত্রির দৈব-জুৰ্ব্বিপাকে ঠাণ্ডা লাগাইয়া একটু জরভাবই হইয়া থাকে ত লে কিছুই নহে। পিসিমা দুই-তিনদিনের মধ্যে আরোগ্য হইবার জাশ দিয়াছেন ; হয়ত সে সময়ও লাগিবে না, হয়ত কাল সকালেই লারিয়া যাইবে । পীড়ার লম্বন্ধে हेशहे ठिनि छांदिघ्नां ब्रांषेिब्रांछिणन । किरू चांगण कषीं रहेष्ठrछ dहै cए, ध्रुद्गणं ¥00