পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृंश्मांझ् করিল না । মহিম একটু থামিয়া পুনশ্চ কহিল, মৃণাল, স্বরেশ এরা আমার সেবা কিছু কম করেনি, কিন্তু কি জানি যখনই জ্ঞান হ’তে তখনই কেমন একটা অস্বস্তি বোধ করতুম ; কেবলি মনে হতে হয়ত এদের কত কষ্ট, কত অস্ববিধে হচ্ছে— এদের দয়ার ঋণ আমি কেমন করে এ-জীবনে শোধ দেব। কিন্তু ভগবানের হাতে বাধা এমনি সম্বন্ধ যে, তোমার বিষয়ে কখনো মনে হয় না, এই সেবার দেন একদিন আমাকে শুধতেই হবে। আমাকে বঁচিয়ে তোলা যেন তোমার নিজেরই গরজ । বলিয়া মহিম একটুখানি হাসিল। অচলা ঘাড় হেঁট করিয়া দুধ নাড়িতে লাগিল, কোন কথা কহিল না। মহিম বলিল, আর কত ঠাও করবে, দাও । তবুও অচলা জবাব দিল না, তেমনি অধোমুখেই বসিয়া রহিল। প্রথমটা মহিম একটুখানি বিস্মিত হইল, কিন্তু পরক্ষণেই বুঝিতে পারিল, স্বামীর কাছে অচলা চোখের জল গোপন করিবার জন্তই অমন করিয়া একভাবে অধোমুখে বসিয়া আছে। কেন যে স্কুরেশ বড়-একটা আসে না, তাহার হেতু নিশ্চয় করিয়া মহিম না বুঝিলেও কতকটা অনুমান করে নাই, তাহা নহে। ইহাতে ক্ষোভ-মিশ্রিত একটা আনন্দের ভাবই তাহার মনের মধ্যে ছিল। কারণ, অচলা য়ে সতর্ক হইয়াছে, নির্জনে অকস্মাৎ দেখা হইতে না পায়, এই ভয়েই সে ঘর ছাড়িয়া সহজে অন্তত্র যাইতে চাহে না, ইহা সে মনে মনে অনুভব করিল। আজ তাই সারাদিন ধরিয়া মন যেন তাহার বসন্ত-বাতাসে উড়িয়া বেড়াইয়া কাটাইল । তাহার শয্যার কিছু দূরে একটা আরাম-চৌকি ছিল। সেদিন অনেক রান্ত্ৰি পৰ্যন্ত তাহারই উপরে বসিয়া অচলা কি একখানা বই পড়িতেছিল, এবং ক্লান্তিবশতঃ সেখানেই অবশিষ্ট রাতটুকু ঘুমাইয়া পড়িয়াছিল। পরদিন সকালে মহিমের তাকে শশব্যন্তে উঠিয়া বসিল, এবং জানাল দিয়া দেখিল, বেলা হইয়া গিয়াছে । মহিম কি একটা কাজ বলিতে গিয়া চুপ করিয়া গেল, এবং স্ত্রীর আপাদমস্তক বার বার নিরীক্ষণ করিয়া বিস্ময়ের স্বরে জিজ্ঞাসা করিল, তোমার নিজের গায়ের কাপড় কি হ’লে ? অচলা ততোধিক বিস্ময়ে নিজের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিল, এইমাত্র ঘুম ভাঙ্গিয় যেখানা সে তাড়াতাড়ি নিজের গায়ে জড়াইয়া লইয়া উঠিয়া আলিয়াছে, সেখান স্বরেশের। স্বামীর প্রশ্নটা তাহাকে যেন চাবুক মারিল । লজ্জায় ব্যথায় তাহার মুখ বিবর্ণ হইয়া গেল ; কিন্তু এ যে কি করিয়া ঘটিল, তাহা কোনমতেই ভাবিয়া পাইল না । তাহার স্মরণ হইল, গত রাত্রে তিনি ঘুমাইয়া পড়িলে সে নিজের শালখানা পাট করিয়া উহার পায়ের উপর চাপা দিয়া অঞ্চলমাত্র গায়ে দিয়া পড়িতে বলিয়াছিল । ঘুমের মধ্যে মাঝে মাঝে তাহার অত্যন্ত শীত করিতেছিল মনে পড়ে, তাগর পরে জাগিয়া উঠিয়া ইহাই দেখিতেছে। - ose зъ-Уз