পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-लांछिखा-*९्वं শুধু পলকের নিমিত্তই স্বরেশ মুখ তুলিয়াছিল। তৎক্ষণাৎ নত করিয়া কহিল, না, আমার কোন অস্থখ করেনি, আমি ভালই আছি ; বলিয়া সেই বইখানার পাতা উন্টাইতে উন্টাইতে পুনরায় কহিল, আজই ত তোমরা যাবে—সমস্ত ঠিক হয়েচে ? কতকাল হয়ত আর দেখা হবে না । কিন্তু মিনিট-খানেক পৰ্য্যন্ত অপর পক্ষ হইতে কোন উত্তর না পাইয়া স্বরেশ বিস্ময়ে মুখ তুলিয়া চাহিল। অচলার দুই চক্ষু জলে ভাসিতেছিল, চোখা-চোখি হুইবামাত্রই বড় বড় অশ্রর ফোটা টপটপ, করিয়া ঝরিয়া পড়িল । স্বরেশের ধমনীতে উচ্চ রক্তস্রোত উন্মত্ত হইয়া উঠিল, কিন্তু আজ সে তাহার সমস্ত শক্তি একত্র করিয়া, আপনাকে সংযত করিয়া দৃষ্টি অবনত করিল। অচলা অঞ্চলে অশ্র মুছিয়া গাঢ়স্বরে বলিয়া উঠিল, তোমার কখখনো শরীর ভাল নেই স্বত্বেশবাবু, তুমিও আমাদের সঙ্গে চলো। স্বরেশ মাথা নাড়িয়া শুধু বলিল, না । না, কেন ? তোমার জন্যে—কথাটা শেষ হইতে পাইল না । দ্বারের বাহির হইতে বেয়ারা ডাকিয়া কহিল, বাবু, আপনার চা—বলিতে বলিতে সে পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিল এবং পরক্ষণেই অচলা অন্যদিকে মুখ ফিরাইয়া বাহির হইয়া গেল। ঘণ্ট-খানেক পরে সে তাহার স্বামীর কক্ষে প্রবেশ করিলে, মহিম জিজ্ঞাসা করিল, মুরেশ ক'দিন থেকে কোথায় গেছে জানো ? পিসিমাকেও কিছু বলে যায়নি ; সে কি আজ আমার সঙ্গে দেখা করবে না, না কি ? অচলা আস্তে আস্তে কহিল, আজ ত তিনি বাড়িতেই আছেন। মহিম কহিল, না । এইমাত্র আমাকে ঝি বলে গেল, সে সকালেই কোথায় বেরিয়ে গেছে । অচলা চুপ করিয়া রহিল। ক্ষণকাল পূৰ্ব্বেই যে তাহার সহিত সাক্ষাৎ ঘটিয়া ছিল, সে যে অতিশয় অস্বস্থ, সে যে ছোটবেলার মত এবারও তোমার জীবন রক্ষা করিয়াছে—শুধু কেবল এইটুকু কৃতজ্ঞতার জন্যও একবার তাহাকে আমাদের ওখানে আহ্বান করা উচিত—আর তাহাকে ভয় নাই—লজ্জিতাকে সংশয়ের চক্ষে দেখিয়া জার লজ্জা দিয়ে না—তাহার অন্তরের এই সকলের একটা কথাও জিহা আজ উচ্চারণ করিতে পারিল না । সে স্বামীর মুখের প্রতি ভাল করিয়া চাহিয়া দেখিতে পৰ্য্যন্ত পারিল না ; নিঃশব্দে নিরুত্তরে হাতের কাছে যে কোন একটা কাজের মধ্যে আপনাকে নিযুক্ত করিয়া দিল । - ক্রমশ: স্টেশনে যাইবার সময় নিকটবৰ্ত্তী হইয়া উঠিল। নীচে কেদারবাবুর হাকডাক শোনা গেল এবং পিসিমা পূর্ণঘট প্রভৃতি লইয়া ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। চাকরের জিনিস-পত্র গাড়ির মাথায় তুলিয়া দিল, শুধু যিনি গৃহস্বামী তাহারই ? & e