পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ অচলা জাসিয়াছিল, সেইদিক পানেই তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া চলিয়া গেল । বাঙালী দু'জন মুখ চাওয়া-চাওয়ি করিয়া একটু হাসিল। ইংরাজ কিছুই বুঝে নাই, কিন্তু নারী-কণ্ঠের আকুল প্রশ্ন তাহার মর্শ্ব স্পর্শ করিয়াছিল ; সে ভূলুষ্ঠিত কম্বলটা পায়ের উপর টানিয়া লইয়া শুধু একটা দীর্ঘনিশ্বাস ফেলিল এবং শুল্কমুখে বাহিরের অন্ধকারের প্রতি চাহিয়া রহিল । অচলার কামরার সম্মুখে আসিয়া সুরেশ থমকিয়া দাড়াইল, ভিতরের দিকে দৃষ্টিপাত করিয়া সভয়ে প্রশ্ন করিল, তোমার ব্যাগ খোলা কেন ? এবং প্রত্যুত্তরের জন্য এক মুহূৰ্ত্তও অপেক্ষা না করিল্প দরজাটা সজোরে ঠেলিয়া দিয়া অচলাকে বলপূৰ্ব্বক আকৰ্ষণ করিয়া ভিতরে তুলিয়াই দ্বার রুদ্ধ করিয়া দিল । সুরেশ অঙ্গুলি-নির্দেশ করিয়া কহিল, এটা খুললে কে ? অচলা কহিল, আমি । কিন্তু ও থাকৃ—তিনি কোথায় আমাকে দেখিয়ে দাও— না হয়, শুধু বলে দাও কোনদিকে, আমি নিজে খুজে নিচ্ছি ; বলিতে বলিতে সে স্বারের দিকে পা বাড়াইতেই সুরেশ তাহার হাত ধরিয়া ফেলিয়া কহিল, অত ব্যস্ত কেন ? গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্চো ? অচলা বাহিরের অন্ধকারে চাহিয়াই বুঝিল, কথাটা সত্য । গাড়ি চলিতে শুরু করিয়াছে। তাহার দুই চক্ষে ভয় যেন মূৰ্ত্তি ধরিয়া দেখা দিল । সে ফিরিয়া দাড়াইয়া সেই দৃষ্টি দিয়া শুধু পলকের জন্য মুরেশের একান্ত পাণ্ডুর গ্রহীন মুখের প্রতি চাহিল এবং পরক্ষণেই ছিন্নমূল তরুর ন্যায় সশব্দে মেঝেয় লুটাইয়া পড়িয়া দুই বাহু দিয়া মুরেশের পা জড়াইয়া কাদিয়া উঠিল, কোথায় তিনি ? তাকে কি তুমি ঘুমস্ত গাড়ি থেকে ফেলে দিয়েচ ? রোগা মানুষকে খুন করে তোমার— এতবড় ভীষণ অভিযোগের শেষটা কিন্তু তখনও শেষ হইতে পাইল না । অকস্মাং তাহার বুক-ফাট কান্নায় যেন শতধারে ফাটিয়া পড়িয়া স্বরেশকে একেবারে পাষাণ করিয়া দিয়া চতুর্দিকের ইহারই মত ভয়াবহ এক উন্মত্ত যামিনীর অভ্যস্তরে গিয়া বিলীন হইয়া গেল এবং সেইখানে, সেই গদি-খাটা বেঞ্চের গায়ে হেলান দিয়া সুরেশ অসহ বিস্ময়ে শুধু স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। তার পরে তার পদতলে কি দে ঘটিতেছিল, কিছুক্ষণ পৰ্য্যস্ত তাহা যেন উপলব্ধি করিতেই পারিল না। অনেকক্ষণ পরে সে পা দুটা টানিয়া লইবার চেষ্টা করিয়া ধীরে ধীরে কহিল, একাজ আমি পারি বলে তোমার বিশ্বাস হয় ? অচলা তেমনি কাদিতে কঁাদিতে জবাব দিল, তুমি সব পারে। আমাদের গরে আগুন দিয়ে তুমি তাকে পুড়িয়ে মারতে চেয়েছিলে। তুমি কোথায় কি করেচ, তোমার পায়ে পড়ি, আমাকে বল ; বলিয়া সে আর একবার তাহার পা ফুট $ఆ