পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহদাহ DD DD DS DD BBS BBBBS BDDD DBB BB BB EDDBBS কিন্তু আসল কথা কি জানো মা, একটা জাতই বা কি, আর একটা মাছুষই বা কি, ধীরে ধীরে সে যখন হীন হয়ে যায়, তখন সবচেয়ে তুচ্ছ জিনিসটার ঘাড়েই সব দোষ চাপিয়ে দিয়ে সাস্তৃণা লাভ করে । মনে করে, এই সহজ বাধাটুকু সামলে নিলেই সে রাতারাতি বড় হয়ে উঠবে। আমাদেরও ঠিক সেই ভাব। কিন্তু যেটা কঠিন, যেটা মূল শিকড়— কথাটা আর শেষ করিবার সময় পাইলেন না । সিড়িতে জুতার শব্দ শুনিয়া মুখ ফিরাইতেই সুরেশকে দেখিতে পাইয়া একেবারেই প্রশ্ন করিয়া বসিলেন, আচ্ছা স্বরেশবাবু, আপনি ত হিন্দু, আপনি ত আমাদের জাতিভেদ মানেন ? স্বরেশ থভমত খাইয়া গেল—এ আধার কি প্রশ্ন ? যে চোরাবালির উপর দিয়া তাহারা পথ চলিয়াছে, তাহাকে প্রতি হাত যাচাই না করিয়া হঠাৎ পা বাড়াইলে যে কোন অতলের মধ্যে তলাইয়া যাইবে, তাহার ত স্থিরতা নাই । এখানে সত্যটাই সত্য কিনা সাবধানে হিসাব করিতে হয় । তাই সে ভয়ে ভয়ে কাছে আসিয়া একবার অচলার প্রতি চাহিয়৷ তাৎপৰ্য্য বুঝতে চেষ্টা করিল, কিন্তু মুখ দেখিতে পাইল না। তখন শুষ্ক একটু হাসিয়া দ্বিধা-জড়িত স্বরে কহিল, আমরা কি, সে ত আপনি বেশ জানেন রামবাবু। $ রামবাবু কহিলেন, বেশ জানি বলেই ত জানতাম। কিন্তু আপনার গৃহিণীটি যে একেবারে আগাগোড়া ওলট-পালট করে দিতে চাচ্ছেন। বলচেন, জাতি-ভেদেয় মত এত বড় অন্যায়, এত বড় সৰ্ব্বনাশকে তিনি কিছুতেই স্বীকার করতে পারেন না, স্নেচ্ছের অল্প আহার করিতেও তার আপত্তি নেই এবং এ-শিক্ষা জন্মকাল থেকে র্তার ব্রাহ্ম বাধার কাছেই পেয়েচেন । ওঁর হাতে খেয়ে আজ আমার জাত গেছে কি না এবং একটা প্রায়শ্চিত্ত করা প্রয়োজন কি না, এতক্ষণ সেই কথাই হচ্চিল । আপনি কি বলেন ? স্বরেশ নিৰ্ব্বাকৃ। অচলার মেজাজ তাহার অবিদিতও নয় এবং সেখানে বিদ্রোহের অগ্নি যে অহরহ জলিয়াই আছে, এ-খবরও তাহার নূতন নয়! কিন্তু সেই আগুন আজ অকস্মাং ধে কিজষ্ঠ এবং কোথা পর্য্যস্ত পরিব্যাপ্ত হইয়াছে, ইহাই অনুমান করিতে ন পারিয়া সে আশঙ্কায় ও উদ্বেগে শুষ্ক হইয়া উঠিল ; কিন্তু ক্ষণেক৷ পরেই আত্মসংবরণ কারয়। পূর্বের মত আবার একটু হাসিবার চেষ্টা করিল, কিন্তু এবার চেষ্টাটা শুধু হাসিকে আচ্ছন্ন করিয়৷ মুখখানাকে বিকৃত করিল মাত্র। স্বরেশ বলিল, উনি আপনাকে তামাসা করচেন । রামবাবু গষ্ঠীর হইয়া মাথা নাড়িলেন, বলিলেন, উচিত না হলেও এ-কথা ভাবতে আমার আপত্তি ছিল না, কিন্তু স্বামীর কল্যাণেও যখন হিন্দুঘরের মেয়ে তার কর্তব্য 》神●