পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wow কিন্তু ইহার মধ্যে ভুল ষে কত বড় ছিল, তাহাও প্রকাশ পাইতে বিলম্ব ঘটল না। বাট সাজাইবার কাজে ব্যাপৃত থাকিয়া এই সকল অত্যন্ত মহার্ঘ্য ও অপৰ্য্যাপ্ত উপকরণরাশির মধ্যে দাড়াইয়া তাই সকল চিন্তাকে ছাপাইয়া একটি চিন্তা সকলের মনে বার বার ঘা দিতে লাগিল যে, যাহার টাকা আছে সে খরচ করিয়াছে, এ একটা পুরাতন কথা বটে ; কিন্তু এ ত শুধু তাই নয়। এ যেন একজনকে আমার ও আনন্দ দিবার জন্য আর একজনের ব্যাকুলতার অস্ত নাই। কাজের ভিড়ের মধ্যে জিনিসপত্র নাড়ানাড়ির মধ্যে সাধারণ কথাবার্তা অনেক হইল, চোখাচোখি অনেকবার হইয় কিন্তু সকলের ভিতর হইতেই একটা অহঙ্কারিত বাক্য, অপ্রকাগু ইঙ্গিত রহিয়া রহিয়া কেবল এইদিকেই অঙ্গুলি-নির্দেশ করিতে লাগিল। বাড়িটার-ধোয়া মোছার কাজ শেষ হয় নাই । স্বতরাং ইহাকে কতকটা বাসোপযোগী করিয়া লইতেই সারা বেলাটা গেল । ক্লান্ত পরিশ্রাস্ত হইয়া তিনজনেই যখন বাড়ি ফিরিবার জন্য গাড়িতে আসিয়া বসিলেন, তখন রাত্রি এক প্রহর হইয়াছে। একটা বাতাস উঠিয়া স্বমুখের কতকটা আকাশ স্বচ্ছ হইয়া গিয়াছিল, শুধু মাঝে মাঝে একটা ধূসর-ড়ের খও মেঘ এক দিগন্ত হইতে আসিয়া নদী পার হইয়া আর এক দিগন্তে ভাসিয়া চলিয়াছিল এবং তাঁহারই ফাকে ফঁাকে কভু উজ্জল, কন্তু স্নান জ্যোংমার ধারা যেন সপ্তমীর বাক চাদ হইতে চারিদিকের প্রান্তর ও গাছপালার উপর ঝরিয়া ঝরিয়া পড়িতেছিল। এই সৌন্দর্ঘ্য দুচকু ভরিয়া গ্রহণ করিতে বৃদ্ধ রামবাবু জানালার বাহিরে বিশ্বরিত-নেত্ৰে চাহিয়া রহিলেন ; কিন্তু যাহারা বৃদ্ধ নয়, প্রকৃতির সমস্ত রস, সমস্ত মাধুর্য্য উপভোগ করিবারই যাহাজের বয়স, তাহারাই কেবল গাড়ীর দুই গী-অর্ণটা কোণে মাথা রাখিয়া চক্ষু মুঞ্জিত করিল। অনেকদিন পূৰ্ব্বেকার একটা স্বতি অচলার মনের মধ্যে একেবারে বালা হইয়া গিয়াছিল, অনেকদিন পরে আজ আবার তাহাই মনে পড়িতে লাগিল—বেদিন ংশের কলিকাতার বাটা হইতে তাহার এমনি এক সন্ধাবেলায় এমনি গাড়ি করাই ফিরিতেছিল। যেদিন তাহার স পা ও সম্ভোগে বিপুল আয়োজন মহিমের নিকট হইতে তাহার অতৃপ্ত মনটাকে বহুদূরে আকর্ষণ করিয়া লইয়া গিয়াছিল। ঘেদিন এই মুরেশের হাতেই আত্মসমর্পণ করা একান্ত অসঙ্গত বা অসম্ভব বলিয়া মনে হয় নাই—বহুকাল পরে কেন যে সহসা আজ সেই কথাটাই স্মরণ হইল, ভাবিতে গিয়া নিজের অন্তরের নিগৃঢ় ছবিটা স্পষ্ট দেখিতে পাইরা তাহার সর্বাঙ্গ বহিরা যেন গজার ঝড় বহিতে লাগিল । ቘመፀ