পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই অনধিকার প্রবেশ করে নাই, কিন্তু ওই যে প্রশস্ত শুভ্র-ম্বন্দর শয্যার উপর স্বন্দী নারী উপুড় হইয়া কাদিতেছে, উহার কোনটাই আজ তাহার মনকে সম্মুখে আকর্ষণ করিল না, বরঞ্চ পীড়ন করিয়া পিছনে ঠেলিতে লাগিল । তাহার আগমন অচলা টের পায় নাই, সে কাদিতেই লাগিল এবং তাহারই প্রতি নিম্পলক দৃষ্টি রাখিঃ স্বরেশ চুপ করিয়া ভাবিতে লাগিল। কিছুদিন হইতে নিজের ভুল তাহার কাছে ধরা পড়িতেছিল, কিন্তু ওই লুষ্ঠিত দেহলত, ওই বেদনা-ইছার সম্মিলিত মাধুর্ঘ্য তাহার চোখের লিটাকে যেন এক নিমিষে ঘুচাইয়া দিল। তাহার মনে হইল, প্রভাত-প্লবিকরে পল্লবপ্রান্তে ষে শিশিরবিন্দু দুলিতে থাকে, তাহার অপরূপ অফুরন্ত সৌন্দৰ্য্যকে যে লোভী হাতে লইয়া উপভোগ করিতে চায়, ভুলটা সে ঠিক তেমনিই করিয়াছে। সে নাস্তিক, সে আত্মা মানে না ; যে প্রস্রবণ বাহিয়া অনন্ত সৌন্দর্ঘ্য নিরন্তর ঝরিতেছে, সেই অসীম তাহার কাছে মিথ্যা, তাই স্কুলটার প্রতি সমস্ত দৃষ্টি একাগ্র করিয়া সে নিঃসংশয়ে বুঝিয়াছিল, এই স্বন্দর দেহটাকে দখল করার মধ্যেই তাহার পাওয়াটা আপনা-আপনি সম্পূর্ণ হইয় উঠবে। আজ তাহার আকাশম্পর্শী ভুলের প্রাসাদ একমুহূৰ্ত্তে চূর্ণ হইয়া গেল। প্রাপ্তির সে অদৃশ্ব ধরা হইতে বিচূতি করিয়া পাওয়াটা যে কত বড় বোঝা, এ যে কত বড় ভ্রাস্তি, এ তথ্য আজ তাহার মৰ্ম্মস্থলে গিয়া বিধিল । শিশিরবিন্দু মুঠার মধ্যে ষে কি করিয়া এক ফোটা জলের মত দেখিতে দেখিতে শুকাইয়া উঠে, অচলার পানে চাহিয়া চাহিয়া সে কেবল এই সত্যটাই দেখিতে লাগিল। হায় রে, পল্লবপ্রান্তটুকুই যাহার ভগবানের দেওয়া স্থান, ঐশ্বৰ্য্যের এই মরুভূমিতে আনিয়া তাহাকে র্যাচাইয়া রাখিবে কি করিয়া ? - অজ্ঞাতসারে তাহার চোখের কোণে জল আসিয়া পড়িল, মুছিয়া ফেলিয়া ভাকিল, অচলা ! অচলা চমকিয়া উঠিল, কিন্তু তেমনি নীরবে পড়িয়া রহিল। স্বরেশ বলিল, তোমার গাড়ি তৈরি, আজ রামবাবুদের ওখানে বেড়াতে যাবে ? তথাপি সাড়া না পাইয়া বলিল, যদি ইচ্ছা না থাকে ত আজ না হয় ঘোড়া খুলে দিকৃ। আমিও বোধ হয় আজ বার হতে পারব না । এক ফিরিয়ে দিতে বলে দিই গে । বলিয়া সে বসিবার ঘরে ফিরিয়া চলিয়া গেল । তথায় দশ-পনের মিনিট সে যে কি ভাবিতেছিল, তাহা নিজেই জানে মা, হঠাৎ শাড়ির খস খস শব্দে সচেতন হইয়া স্বমুখেই দেখিল অচলা। সে চোখের মুক্তিমা बउसून गडद बण बिा भूहेश शनौ श्रुश्कैिब उनबूख नव्याइ ७कबाब नबिउ रहेबाहे जांनिब्राझिल । कश्णि, étअङ्ग ७शंदन भांज ७कवाड़ यNeइ छोड़े-हे ।’ এই সাজ-সজা তাহার নিজের জন্ত নয়, ইহা যে তথাকার জাগণ্ডক রাজ ኟoወይ