পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ जनtइब्र कुर्डीश, ७ ८तमन यर्थन ठांशङ्ग बफ़ cवनि वांबिऊ उ१न ७ङनि वृषांtणब्र श्रण जफ़ाहेब ५ब्रिज्ञा भर्थकक्षाब कश्ब्रिाझिल, ठाकूद्रवि, छूमि बनि जांभाराद्र সমাজের, আমাদের মতের হতে, তোমার সমস্ত জীবনটাকে আমি ব্যর্থ হতে फूिष न । মৃণাল হাসিয়া জিজ্ঞাসা করিয়াছিল, কি করতে সেজদি, আমার আবার একটা বিয়ে দিতে ? \ অচলা কহিয়াছিল, নয় কেন ? কিন্তু থামো ঠাকুরবি, তোমার পায়ে পড়ি, আর শাস্ত্রের দোহাই দিয়ে না। ও মল্প-যুদ্ধ এত হয়ে গেছে যে, হবে শুনলেও আমার उद्द करब ।। * মৃণাল তেমনি সহাস্তে বলিয়াছিল, ভয় করবার কথাই বটে। কারণ তাদের ছড়োমূড়িটা যে কখন কোনদিকে চেপে আসবে তার কিছুই বলবার জো নাই। কিন্তু একটা কথা তুমি ভাবোনি সেজদি ষে, তারা যুদ্ধ করেন কেবল যুদ্ধব্যবসা বলে, কেবল গায়ে জোর আর হাতে অস্ত্র থাকে বলে। তাই তাদের জিত হার শুধু তাদেরই, তাতে আমাদের যায়-আসে না । আমাদের ত কোন পক্ষই কোন कषीं छिरखन क८ब्रन मां । অচলা প্রশ্ন করিয়াছিল, কিন্তু করলে কি হতো ? মৃণাল বলিয়াছিল, সে ঠিক জানিনে ভাই ! হয়ত তোমারি মত ভাবতে শিখতুম, হয়ত তোমার প্রস্তাবেই রাজি হতুম, একটা পাত্রও হয়ত এতদিনে জুটে যেতে পারত। বলিয়া সে হাসিয়াছিল। এই হাসিতে অচলা অতিশয় ক্ষুব্ধ হইয়া উত্তর দিয়াছিল, আমাদের সমাজের সম্বন্ধে কথা উঠলেই তুমি অবজ্ঞার সঙ্গে বল, সে আমি জানি । কিন্তু আমাদের কথা না হয় ছেড়েই দাও, ধারাই এই নিয়ে যুদ্ধ করেন, তারা কি সবাই ব্যবসায়ী ? কেউ কি সত্যিকার দরদ নিয়ে লড়াই করেন না ? মৃণাল জিভ কাটিয়া বলিয়াছিল, অমন কথা মনে আনলেও পাপ হয় সেজদি । কিন্তু তা নয় ভাই। কাল সকালেই ত আমি চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানিনে, কিন্তু যাবার আগে একটা তামাসাও কি করতে পারব না ? বলিতে বলিতেই তাহার চোখে জল আসিয়া পড়িয়াছিল। সামলাইয়া লইয়া পরে গভীর হইয়া কহিয়াছিল, কিন্তু তুমি ত আমার সকল কথা বুঝতে পারবে না ভাই। বিয়ে জিনিসটি তোমাদের কাছে শুধু একটা সামাজিক বিধান। তাই তার সম্বন্ধে ভাল-মন্দ বিচার চলে, তার মতামত যুক্তিতর্কে বদলায়। কিন্তু আমাদের কাছে এ ধৰ্ম্ম। স্বামীকে আমরা ছেলেবেলা থেকে এই রূপেতেই গ্রহণ করে আসি । এ-বন্ধটি যে তাই সকল বিচার-বিতর্কের বাইরে। : 하