পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহদাহ বিস্মিত অচলা প্রশ্ন করিয়াছিল, বেশ তাও যদি হয়, ধৰ্ম্ম কি মাছুষের বদলায় না ঠাকুরবি ? $ মৃণাল কহিয়াছিল, ধর্মের মতামত বদলায়, কিন্তু আসল জিনিষটি কে জার বদলায় ভাই সেজদি । তাই এত লড়াই-ঝগড়ার মধ্যেও সেই মূল জিনিষটি আজও সকল জাতিরই এক হয়ে রয়েচে । স্বামীর দোষ-গুণের আমরাও বিচার করি, তার সম্বন্ধে মতামত আমাদেরও বদলায়—আমরাও ত ভাই মানুষ । কিন্তু স্বামী জিনিষটি আমাদের কাছে ধৰ্ম্ম, তাই তিনি নিত্য ! জীবনেও নিত্য, মৃত্যুতেও নিত্য। তাকে আর আমরা বদলাতে পারিনে । অচলা ক্ষণকাল স্থির থাকিয়া কহিয়াছিল, এই যদি সত্যি, তবে এত অনাচার আছে কেন ? মৃণাল বলিয়াছিল, ওটা থাকবে বলেই আছে। ধৰ্ম্ম যখন থাকবে না, তখন ওটাও থাকবে না। বেরাল-কুকুরের ত ভাই অনাচার নেই! ' অচল হঠাৎ কথা খুজিয়া না পাইয়া কয়েক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয়া বলিয়াছিল, এত যদি তোমার সমাজের শিক্ষা, তবে শিক্ষা যারা দেন, তাদের এত সন্দেহ, এত সাবধান হওয়া তবু কিসের জন্তে ? এত পর্দা, এত বাধাবাধি—সমস্ত জুনিয়া থেকে আড়াল করে রাখবার এত প্রাণপণ চেষ্টা কেন ? এত জোর করা সতীত্বের দাম বুঝতুম পরীক্ষার অবকাশ থাকলে । - তাহার উত্তাপ দেখিয়া মৃণাল চমকিয়া হাসিয়া কহিয়াছিল, এ বিধি-ব্যবস্থা যারা করে গেছেন, উত্তর জিজ্ঞাসা কর গে ভাই তাদের । আমরা শুধু বাপ-মায়ের কাছে যা শিখেচি, তাই কেবল পালন করে আসচি। কিন্তু একটা কথা তোমাকে জোর করে বলতে পারি সেজদি, স্বামীকে ধৰ্ম্মের ব্যাপার, পরকালের ব্যাপার বলে যে যথার্থ-ই নিতে পেরেচে, তার পায়ের বেড়ি বেঁধেই দাও আর কেটেই দাও, তার সতীত্ব আপনি-আপনি যাচাই হয়ে গেছে। বলিয়া সে একটুখানি থামিয়া ধীরে ধীরে বলিয়াছিল, আমার স্বামীকে ত তুমি দেখেচ ? তিনি বুড়োমানুষ ছিলেন, সংসারে তিনি দরিদ্র, রূপ-গুণও র্তার সাধারণ পাঁচজনের বেশি ছিল না, কিন্তু তিনিই আমার ইহকাল, তিনিই আমার পরকাল। এই বলিয়া সে চোখ বুজিয়া পলকের জন্ত বোধ করি বা তাহাকেই অন্তরের মধ্যে দেখিয়া লইল, তার পরে চাহিয়া একটুখানি মান হাসি হাসিয়া বলিল, উপমাটা হয়ত ঠিক হবে না সেজদি, কিন্তু এটা মিথ্যা নয় যে, বাপ তার কানা-খোড়া ছেলেটির উপরেই সমস্ত স্নেহ ঢেলে দেন। অপরের স্বন্দর স্বরূপ ছেলে মুহূর্তের তরে হয়ত তার মনে একটা ক্ষোভের স্বষ্টি করে, কিন্তু পিতৃধৰ্ম্ম তাতে লেশমাত্র ক্ষুন্ন হয় না । যাবার সময়ে তার সর্বস্ব তিনি কোথায় রেখে যান, এ ত ভূমি জানো । কিন্তু নিজের পিতৃত্বের প্রতি সংশয়ে ९♚ 9 - چه س-۹