পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৃহদাহ মহিম ক্ষণকাল মৌন থাকিয়া গম্ভীর হইয়া বলিল, কিন্তু স্বরেশ, তোমার খেয়ালের বশেই যে সমস্ত সংসারে বাধা পড়বে, আর উঠে যাবে, এ হলে হয়ত ভালই হয় ; কিন্তু বাস্তব ব্যাপারে তা হয় না । তোমার যেখানে বাধা নেই আমার সেখানে বাধ৷ থাকতে পারে । তার মানে ? তার মানে, তুমি সেদিন ব্রাহ্ম-মহিলাদের সম্বন্ধে যত কথা বলেছিলে, আমি তা ভেবে দেখেচি । ভাল কথা, সেদিন বলেছিলে, এক মাসের মধ্যে আমার জন্য পাত্ৰী স্থির করে দেবে, তার কি হল ? স্বরেশ মুখ তুলিয়া দেখিল, মহিম গাম্ভীর্য্যের আড়ালে তীব্র পরিহাস করিতেছে। সেও গষ্ঠীর হইয়া জবাব দিল, আমি ত ভেবে দেখলুম মহিম, ঘটকালি করা আমার ব্যবসা নয় । তার পরে হাসিয়া কহিল, কিন্তু তামাসা থাক । এতদিন আমার মান রেখেচ বলে তোমাকে সহস্র ধন্যবাদ, কিন্তু আজ যখন আমার হুকুম পেলে, তখন কাল সকালেই একবার সেখানে যাচ্ছ ত ? Jr. না, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি । কখন ফিরবে ? দশ-পনেরো দিন ৪ হতে পারে, আবার মাস-খনেক দেরি হতেও পারে । মাস-খানেক ! না মহিম, সে হবে না । বলিয়া অকস্মাৎ সুরেশ ঝুকিয়া পড়িয়া মহিমের ডানহাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আর আমার অপরাধ বাড়িয়ে ন মহিম, কাল সকালেই একবার যাও । তিনি হয়ত তোমার পথ চেয়ে বসে আছেন। বলিতেই তাহার কণ্ঠস্বর কঁপিয়া গেল। মহিমের বিস্ময়ের সীমা-পরিসীমা রহিল না । সুরেশের আকস্মিক আবেগকম্পিত কণ্ঠস্বর, এই সনির্বন্ধ অনুরোধ বিশেষ করিয়া ব্রাহ্ম-মহিলা সম্বন্ধে এই সসন্ত্রম উল্লেখে সে যেন বিহ্বল হইয়া গেল। কিছুক্ষণ বন্ধুর মুখের পানে একদুষ্টে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কে আমার পথ চেয়ে বসে আছে মুরেশ ! কেদারবাবুর মেয়ে ? স্বরেশ সহসা আপনাকে সামলাইয়া লইয়া বলিল, থাকতেও ত পারেন ? মহিম আবার কিছুক্ষণ সুরেশের মুখের পনে চাহিয়া রহিল । সে যে ইতিমধ্যে ব্রাহ্ম-বাড়িতে গিয়া অনাহুত পরিচয় করিয়াও আসিতে পারে, এ সম্ভাবনা তাহার কোনমতেই মনে উদয় হইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না স্বরেশ, আমি হার মানচি—তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্মমেয়ে পথ চেয়ে বসে আছে, এ-কথা তোমার মুখ থেকে বোঝা আমার দ্বারা অসম্ভব । )み