পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-जांश्छिा-नरैaॉइ স্বামী-অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয় উঠতে লাগিল। বলিলেন, ভালই হল, জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি কচ্চি, বরং পরের বাড়ি রোধে খাব, তবুও তোদের ভাত আর খাব না। তুই কি কয়লি—ওঁকে অপমান করলি । ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাড়াইয়া ডাকিলেন, বড়বোঁ । স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকা-ক্ষুব্ধ সাগরের মত উত্তাল হইয়া উঠিল, ছুটিয়া বাহিরে অসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ-ছেলেকে খেতে দিতে পারে না—তার গলায় দেবার দড়ি জোটে না কেন ? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কি হ’ল গো ? কি হ’ল ? কিছু না 7 ছোটবে। আজ স্পষ্ট করে বলে দিলে, আমি তার দাসী তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙ্গুল দিল। অন্নপূর্ণ কাদিতে কাদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেবার অধিকার নেই—তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এ-কথা শুনতে হ’ল। আজ তোমার সামনে দাড়িয়ে এই শপথ কচ্চি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয় । বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধে এ-কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল ; সে অফুটে কি করলে দিদি। বলিয়া সেইখানেই ঘাড় গুজিয়া আজ দ্বাদশ বর্ষ পরে অকস্মাৎ মুচ্ছিতা হইয়া পড়িল । ישנ52