পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ फेfब मैफ़िाश्बा मद्रब बिा दूर्धं बाष्प्लांहेब नविन ; चहणून जानिब यात्रप्4 দাড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশস্বে স্বমুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাত জোড় করিয়া বলিল, বেলা দশট-এগারটা বাজে, আর কত শক্ৰতা করবে দিদি ? আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় ত, তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও । বলিয়া চাবির গোছাটা বানাৎ করিয়া তাহার পায়ের নীচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দোর দিয়া মাটির উপর লুটাইয়া পড়িয়া কাদিতে লাগিল । অন্নপূর্ণ নিঃশৰে চাবির গোছা তুলিয়া লইয়া দোর খুলিয়া ভাড়ারে গিয়া ঢুকিলেন। অপরাহ্লে লোকজনের যাতায়াত, খাওয়ানো-দাওয়ানোর ভিড় কমিয়া গিয়াছিল, তবুও বিন্দু কিসের জন্য কেবলি অস্থির হইয়া ঘর-বার করিতে লাগিল। ভৈরব বলিল, অমূল্যবাবু ইস্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নি-দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা । ছেলেরা রাজি পৰ্য্যন্ত ইস্থলে থাকে ? নুতন লোক তুমি ? ও-বাড়িতে গিয়ে একবার দেখতে পারনি । ভৈরব বলিল, সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেচাইয়া বলিল, কোথায় কোন ছোটলোকদের ছেলের ক্ষে ডাংগুলি খেলচে। আর কি তার প্রাণে ভয় ডর অাছে, এইবার একটা চোখ কানা হলেই বড়গিরি মনেবোঞ্ছা পূর্ণ হয়। তা হলে দশ হাত বার করে খায়—যা, যেখানে পাস খুজে নিয়ে আন। অন্নপূর্ণ ভাড়ারের দোরে বসিয়া আর পাঁচজন বর্ষীয়সীর সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোটবেীর তীক্ষ কণ্ঠ শুনিতে পাইলেন । ঘন্ট-খানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে, এল না। বিষ্ণু বিশ্বাস করিতে পারিল না। এল না কিরে । আমি ডাকচি বলেছিলি ? \eeఫి