পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই অনুপমা চক্ষু মূদ্রিত করিয়া কহিল, মুখ-দুঃখ আমার কিছুই নেই; সেই আমার স্বামী— তা ত বুঝি–কিন্তু কে সে ? সুরেশ ! স্বরেশই আমার— স্বরেশ ? রাখাল মজুমদারের ছেলে ? ই, সে-ই । রাত্রে গৃহিণী এ কথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন । নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও । সুরেশের জননী হাসিয়া বলিলেন, মন্দ কি ! ভাল-মন্দর কথা নয়, দিতেই হবে । তবে মুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি। সে বাড়িতেই আছে ; তার মত হলে কর্তার অমত হবে না । স্বরেশ বাড়ি থাকিয়া তখন বি এ পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল—এক মুহূৰ্ত্ত তাহার এক বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে, সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, স্বরো, তোকে বিয়ে করতে হবে। স্বরেশ মুখ তুলিয়া বলিল, তা ত হবেই, কিন্তু এখন কেন ? পড়ার সময় ও-সব কথা ভাল লাগে না । গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না—পড়ার সময় কেন ? এগজামিন হয়ে গেলে বিয়ে হবে । কোথায় ? এই গায়ে জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে । কি ? চন্দ্রর বোনের সঙ্গে ? যেটাকে খুকী বলে ডাকত ? খুকী বলে ডাকবে কেন—তার নাম অনুপমা । לבסי