পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অকুপমার প্রেম একবার বিয়ে হোক, তারপর দেখিল—তোর ছেলে রাজা হবে । অছু যখন জন্মায় তখন একজন গণংকার গুনে বলেছিল যে, এ মেয়ে রাণী হবে। অত স্বখে কেউ কখনও থাকে নি, থাকবে না ; যত স্থখ তোমার মেয়ের হবে। কে বলেছিল ? একজন সন্ন্যাসী । কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও ! তা দেব না ? চন্দ্রকে আমি পেটের ছেলেই জানি, কিন্তু অমুরও ত কৰ্ত্তার অৰ্দ্ধেক বিষয় পাওয়া উচিত, আমি বেঁচে থাকলে তা পাবেও । তাই হোক, ওরা রাজরাণী হয়ে মুখে থাক—আমরা যেন দেখে মরি। দুইদিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম । 4. এখন বিবাহ হয়, আমার একেবারে ইচ্ছে নয়। কেন ? আমি Gilchrist Scholarship পেয়েচি, তাতে আমি ইচ্ছা করলে বিলাতে গিয়ে পড়তে পারি। তুমি বিলাতে যাবে? ইচ্ছা আছে । পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েচে । অমন কথা আর মুখে ७धटनीं न ! বিনা পয়সায় যখন এ সুবিধা পেয়েচি, তখন দোষ কি ? রাখালবাবু এ-কথায় একেবারে অগ্নিশৰ্ম্ম হইয়া উঠিলেন—নাস্তিক বেটা ! দোষ কি ? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায় ত কি খেতে হবে ? সে-কথায় এ-কথায় অনেক প্রভেদ | প্রভেদ আর কোথায় ? একদিকে জাত খোওয়ান, ম্লেচ্ছ হওয়া আর অপরদিকে বিষ-ভোজন, ঠিক এক নয় কি ? চুল চুল মিলে গেল না কি ? মুরেশ আর কোন প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল । সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা-আপনি হাসিয়া বলিলেন, বেটা পাতা-দুই ইংরেজী পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে । কেমন কথাটা বললাম—পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে ? বাছাধন আর দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এ অকাট্য যুক্তি কি ও কাটাতে পারে । - v\రిత