পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুনুপমার প্রেম সে ভালবাসিয়াছিল, ভালবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে জাসিয়াছিল, অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল! শুধু কি তাই ? জেলে পৰ্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়ত অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল, তাহার মনে হইল ; নিশ্চিত সেই পাপেই এত ফ্লেশ, এত যন্ত্রণা । সে ফিরিয়া জাসিয়াছে। ভাল হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে ? হয়ত করে না, হয়ত বা করে—কিন্তু তাহাতে কি ? তাহার যে কলঙ্ক রটিয়াছে । তিনি কি তাহ শুনিয়াছেন ? যখন গ্ৰামময় রটিবে যে, আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে, ছিছি! কত ঘূণায় তার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবো! অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসী বাধিল ; এমন সময়ে কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অমুপমা ! - অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল, একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাড়াইয়া আছে । আগন্তুক আবার ডাকিল । অনুপমার মনে হইল, এ স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা আত্মহত্যা ক'রো না । ty অনুপমা কোনও কালেই ত্রীড়ানত লজ্জাবতী লতা নহে ; সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন ? তবে গলায় কলসী বেঁধেচ কেন ? অনুপমা মৌন হইয়া রহিল । আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি छ्ग्न छांम ? কি ? অনন্ত নরক । অনুপমা শিহরিয়া উঠিল। ধীরে ধীরে কলসী খুলিয়। রাখিয়া বলিল, এ সংসারে স্থান নাই । ভূলে গিয়েচ ! আমি মনে করে দিচ্চি। প্রায় ছ’বছর পূৰ্ব্বে ঠিক এইস্থানে একজন তোমাকে চিরজীবনের জন্ত স্থান দিতে চেয়েছিল—স্মরণ হয় ? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এ সম্বর ত্যাগ কর । । আমার কলঙ্ক রটেছে—আমার বাচা হয় না । भद्रएलई किं कजक बांग्न ? যাক, না যাক, আমি তা শুনতে যাব না। ●ፀፄ