পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृंश्नांझ् বললে, পিসিম, এইবার তোমার একটি দাসী এনে হাজির করে দেব, সেদিন আমার যে কি আনন্দ হয়েছিল তা মুখে জানানো যায় না। মনে মনে আশীৰ্ব্বাদ করে বললুম, তোর মুখে ফুল-চন্দন পড়ুক বাবা । সেদিন আমার কবে হবে যে, ৰৌ-ব্যাট বরণ করে ধরে তুলব। কত বললুম, স্বত্বেশ, আমাকে একবার দেখিয়ে নিয়ে আয়, কিন্তু কিছুতেই রাজি হ’ল না ; হেসে বললে, পিসিমা, আশীৰ্ব্বাদের দিন একেবারে গিয়ে দিনন্থির করে এসো। তার পর হঠাৎ একদিন শুধু এসে বললে, স্থবিধে হ’ল না পিসিম, আমি রাত্রির গাড়িতে পশ্চিমে চললুম। কত জিজ্ঞাসা করলুম, কিসের অসুবিধে আমাকে খুলে বল, কিন্তু কোন কথাই বললে না, সেই রাত্রেই চলে গেল। মনে মনে ভাবলুম, শুধু আমার ছেলের ইচ্ছেতেই ত আর হতে পারে না-—সে মেয়েরও ত জন্ম-জন্মান্তরের তপস্যা থাকা চাই ! কি বল মা ? অচলা নীরবে ঘাড় নাড়িল । এতক্ষণে সে টের পাইল—মেয়েটি যে কে, পিসিমা তাহ জানেন না। তাহার একবার মনে হইল বটে—তাহার বুকের উপর হইতে একটা পাথর নামিয়া গেল - কিন্তু পাথরখানা যে সহজে যায় নাই, বুকের অনেকখানি স্থান ছিড়িয়া পিধিয়া দিয়া গিয়াছে, তাহ পরক্ষণেই আবার যেন স্পষ্ট অনুভব করিতে লাগিল । t আহারের আয়োজন হইলে পিসিমা অচলাকে আলাদা বসাইয়া খাওয়াইলেন এবং সঙ্গে করিয়া বাড়ির প্রত্যেক কক্ষ, প্রতি জিনিসপত্র ঘুরিয়া ঘুরিয়া দেখাইয়া আনিয়া সহসা একটি নিশ্বাস ফেলিয়া বলিলেন, মা, ভগবানের আশীৰ্ব্বাদে অভাব কিছুরই নেই—কিন্তু এ যেন সেই লক্ষ্মীহীন বৈকুণ্ঠ । মাঝে মাঝে চোখে জল রাখতে পারিনে বৌমা ! চাকর আসিয়া খবর দিয়া গেল, বাইরে কেদারবাবু যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন । অচলা প্রণাম করিয়া পায়ের ধূলা লইতেই পিসিমা তাহার একটা হাত ধরিয়া একবার একটু দ্বিধা করিয়া চুপি চুপি বলিলেন, একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু না মনে কর মা ! অচলা তাহার মুখপানে চাহিয়া শুধু একটুখানি হাসিল । পিসিমা বলিলেন, স্ববেশের কাছে তোমার আর মহিমের সমস্ত কথা আমি শুনতে পেয়েচি মা। তার মুখেই শুনতে পেলুম, সে গরীব বলে নাকি তোমার বাবার ইচ্ছে ছিল না। শুধু তোমার জন্তেই— আচল ঘাড় হেঁট করিয়া মৃদুকণ্ঠে বলিল, সত্যি পিসিমা । পিসিমা অকস্মাৎ যেন উচ্ছ্বসিত আবেগে অচলার হাত দুখানি চাপিয়া ধরিয়া বলিলেন, এই ত চাই মা ! যাকে ভালবেসেচ তার কাছে টাকা-কড়ি, ধন-দৌলত কতটুকু ? মনে কোন ক্ষোভ রেখো না মা ! আমি মহিমকে খুব জানি, সে এমনি 学需 १¥--- 3