পাতা:শিখ-ইতিহাস.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-গুরু বা শিক্ষকগণ Wsò শুনা যায়, হুরকিষণের জীবন-দীপ যখন নির্বাপিত হইয়া আসিতেছিল, তখন তিনি ইঞ্জিত-সহকারে জানাইয়াছিলেন যে, তাহার পরবর্তী শিখ-গুরু বিপাশা নদী-তীরে গণ্ডোয়ালের নিকটবৰ্ত্ত বাকলা" গ্রামে দৃষ্ট হইবে। এই গ্রামে হরগোবিন্দের বহু আত্মীয়-স্বজন বাস করিত। র্তাহার পুত্র, তেগ বাহাদুর, বহুকাল দেশ পর্যটনের পর গঙ্গার তীরবর্তী পাটনায় কিছুকাল বাস করেন । এই সময় তিনি বাকলা’ গ্রামে বাগ করিতেছিলেন। রাম রায় গুরু-পদের দাবী করিতেছিলেন ; কিন্তু তখনও তিনি বৃহৎ দল স্বাক্ট করিতে পারেন নাই। সুতরাং তেগ বাহাদুরই সর্বসম্মতিক্রমে শিখদিগের গুরু-পদে বরিত হইলেন ; মহা সমারোহে তাহার অভিষেক-ক্রিয়া সম্পন্ন হইল। শুনা যায়, তিনি পিতৃ-তরবারি ধারণে অনুপযুক্ত ছিলেন ; তাহার কার্যকলাপেও তাহার প্রতি অনেকের সন্দেহ হয় ; স্বতরাং রাম রায়ের ধূৰ্ত্ততা ও প্রতারণায় অতি অল্পকালের মধ্যেই তাঁহার জীবন ও প্রভূত্ব বিপদজালে জড়িত হইল ॥৭১ প্রতারক এবং শাস্তি-ভঙ্গকারী, প্রভৃতি অপরাধে অভিযুক্ত হইয়া,তিনি দিল্লীতে আহুত হইলেন। জয়পুরের রাজা তাহার প্রতিবাদ মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই রাজপুত র্তাহার পক্ষ সমর্থন করিয়া বাদানুবাদ করিয়াছিলেন ; বলিয়াছিলেন,—এইরূপ যোগিপুরুষগণের পক্ষে রাজত্বপদের অভিলাষ অপেক্ষা তীর্থ-পর্যটনই বরং শ্রেয়ক্ষর ; ভাবী বঙ্গদেশ আক্রমণ কালে রাজা গুরুকে সঙ্গে লইবেন ॥৪২ একটি দেশীয় বিবরণে হর কিষণের মৃত্যু ১৬৬৬ খৃষ্টাব্দে নিদিষ্ট হইয়াছে ; কিন্তু ১৬৬৫ খৃষ্টাই তাহার সর্বসম্মত প্রশস্ত মৃত্যুকাল। ১৬৫৬ খৃষ্টাব্দে তাহার জন্ম হয়। sy Compare Malcolm, ‘Sketch', P. 38, and Forster, “Travels’. i. 299, and Browne's India Tracts' ii. 3, 4, দেশীয় হস্তলিখিত বিবরণের উপর নির্ভর করিয়াই, তেগ বাহাদুরের পিতৃ-তরবারি-গ্রহণে অসম্মতির বিষয় লিখিত হইয়াছে। এই বিবরণে আরও একটি গল্প আছে যে, তিনি এইরূপে শ্রেষ্ঠত্ব লাভ করিবার পূর্বে যে একটি বিশেষ কার্য সম্পন্ন করেন, তাহারই ফলে তিনি গুরুপদে বরিত হন। মুকুন সী নামক একজন শিন্য 'বাকালা’ গ্রামের মধ্য দিয়া গমনকালে ধর্মগুরুকে কিছু পুজোপহার প্রদান করিতে ইচ্ছুক হন। কিন্তু কতকগুলি ব্যক্তি উপহার দাবী করায় মুকুন স৷ একরূপ হতবুদ্ধি হইয়া যান। তাহার উপহারের মূল্য সর্বশুদ্ধ ৫২৫ টাকা। কেবল মুকুনই ঐ উপহারের মূল্য অবগত ছিলেন। মুকুন সাহ তখন প্রত্যেক ব্যক্তিকে এক টাকা করিয়া দিতে সঙ্কল্প করিলেন – মনে করিলেন, যে ব্যক্তি সর্বশেষ উপহার গ্রহণ করিবে, তাহাকেই আশু-উপলব্ধি দ্বারা গুরু বলিয়া গ্রহণ করিবেন। তেগ বাহাদুর অবশিষ্টগুলি দাবী করায়. তিনি গুরুপদে বরিত হইয়াছিলেন,—ইত্যাদি । ৪২। ফরষ্টার এবং ম্যালকম উভয়েই এতদ্দেশীয় বিবরণ অনুসরণ করিয়াছেন। যে রাজা তেগ বাহাদুরের আনুকূল্য করিয়াছিলেন, এবং তেগ বাহাদুর যাহার সহিত বঙ্গদেশে যুদ্ধার্থ গমন করেন - তাহাকে জয়সিং নামে অভিহিত করিয়াছেন। একখানি হস্তলিখিত গ্রন্থে দেখা যায়,--বীরসিং—এই কৃপালু রাজা। টড ("Rajastan', ii, 355) বলেন. জয়সিংহের পুত্র রামসিং প্রথম আসামে গমন করেন ; কিন্তু তাহার কার্যের কোন বিবরণ তিনি প্রদান করেন নাই। আজকাল যেমন শিখগণ রণজিৎ সিংহের সৈন্ত বলিয়া পরিচয় দেয় ; সেইরূপ বহুপূর্বে মৃত একজন খ্যাতনামা ব্যক্তির বর্তমানকালে জীবিত থাকার পরিচয় প্রদান করা—ভারতবর্ষেজাশ্চর্যের বিষয় নহে। পিতা মির্জ রাজার স্বখ্যাতি চতুর্দিকে BBD DDDDS DDBBBDD DD B DDBS BB DBBBDSDD BBBB DDS DDD DD S DDD DDDBBB BBB BBBBBB BBB L BBBB BBBD DBBBS BDD BBBBD DBBBD DD DBBSB BB BB BBB BBBBDS DD BBBBDG BBBDD BBBDDDS L DD