পাতা:শিখ-ইতিহাস.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ• শিখ-ইতিহাস তেগ বাহাদুর রাজার সহিত পূৰ্বদেশে গমন করিয়াছিলেন। তিনি পুনরায় কিছুকাল পাটনাতে বাস করেন। ইতিহাসঞ্জ জনৈক পণ্ডিত বলেন, অতঃপর আসামের শাসনককর্তাদিগের বিরুদ্ধে যে যুদ্ধ-সজ্জা হয়, তাহাতে জয়লাভ করিবার অভিলাষী হইয়া তেগবাহাদুর পুনরায় শিখ-সৈন্যে যোগদান করিয়াছিলেন। তিনি ব্ৰহ্মপুত্র নদীতীরে ধ্যানমগ্ন হন । শুনা যায়, কামরূপের রাজার মনে বিশ্বাস জন্মাইয়া, তেগ বাহাদুর রাজাকে স্বধর্মে দীক্ষিত করিয়াছিলেন।৪৩ কিয়ৎকাল পরে তেগ বাহাদুর পুনরায় পঞ্জাবে ফিরিয়া আসেন ; শতদ্রু-নদী-তীরে একখণ্ড ভূমি ক্রয় করেন । এই স্থান এক্ষণে ‘মাখোয়াল’ নামে অভিহিত ; তাহার পিতার অতি-প্রিয় মনোরম বাসস্থান কীরিতপুরের সন্নিকটে ইহা অবস্থিত। এখানে আসিয়াও কিন্তু তিনি রাম রায়ের বৈরিতা ও প্রভূত্বের হাত এড়াইতে পারিলেন না। শিখদিগের প্রচলিত, বর্ণনায় জানা যায়,—এই ধাৰ্মিক-প্রবর নির্দোষ ধর্মোপদেষ্টাকে আর একবার বাদসহ-স্মীপে অভিযুক্ত হইতে হইয়াছিল। তেগবাহাদুর যে পিতৃ-পদাঙ্ক অনুসরণে কৃত্তিত্ব প্রদর্শন করিতে পারেন নাই, তাহ বলাই বাহুল্য। কিছুকাল পরে তেগবাহাদুর শতদ্রু এবং হাঙ্গীর মধ্যবৰ্ত্তী বন্য-প্রদেশে আপন গুপ্ত বাসস্থান নির্দিষ্ট করেন। সে সময় লুণ্ঠন ও দস্থ্যবৃত্তি দ্বারা শিন্যদিগের ও আপনার জীবিকা নির্বাহ করিতেন ॥৭৪ কাজে কাজেই এক হিসাবে তিনি লোকের নিকট পরিচিত হইয়া পড়েন। বিশ্বস্তস্থত্রে জানা যায়, আদম হাফিজ নামক একজন মুসলমান ধর্মান্নুরাগীর সহিত তেগ বাহাদুর মিত্ৰত স্থাপন করেন। তাহার ঐ মুসলমান বন্ধু, ধনী মুসলমানদিগের নিকট হইতে কর সংগ্ৰহ করিতেন ; তেগবাহাদুরও এক্ষণে অবস্থাপন্ন হিন্দুদিগের উপর কর ধার্য করিয়া অর্থ সংগ্ৰহ করিতে লাগিলেন। উহারা উভয়েই পলাতক অপরাধাদিগকে আগ্রহ -সহকারে আশ্রয় প্রদান করিতেন । কিছুকাল মধ্যেই তাঁহাদের প্রতাপ ও আধিপত্য বিস্তৃত হইল ; দেশের উন্নতি-পক্ষে উহারা বিশেষ অস্তরায় হইয়া দাড়াইলেন। অতঃপর উহাদের বিরুদ্ধে বাদসাহ একদল সৈন্য প্রেরণ করিতে বাধ্য হইলেন। যুদ্ধে তেগবাহাদুর ও তাহার মুসলমান-বন্ধু পরাজিত এবং বন্দী হইলেন। বাদসাহ সেই মুসলমান ফকিরকে নির্বাসিত করেন ; কিন্তু শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করিতে কৃতসঙ্কল্প হন। দিল্লীতে যাইবার সময় তেগবাহাদুর র্তাহার পুত্রকে আহবান করেন। হরগোবিন্দের Aston (Malcolm, ‘Sketch', p. 37.) Togos: Faëto (“Travels', i. 299, 300) অনুকরণ করিয়াছেন। ম্যালকম বলেন,-এই সময়ে তেগ বাহাদুর দুই বৎসরের জষ্ঠ কারারুদ্ধ হইয়াছিলেন। ৪৩। হস্তলিখিত "গুরুমুখী’ নামক সংক্ষিপ্ত বিবরণ অনুসারে, তেগ বাহাদুরের জীবনীর শেষোক্ত ৰাক্যাংঙ্গইট লিখিত হইয়াছে। as । সৈর-উল-মুতাক্ষেরীণের লেখক ( Seir-ool-Mutakhereen, i 112, 113) তেগ বাছাছুরের এই দম্ব বৃত্তি এবং নিয়োহ-স্বচক কার্য কলাপের বিষয় উল্লেখ করিয়াছেন। হস্তলিখিত সাধারণ পুথিHBBC DDD DBBD DDD DBB DDS DD DDDD DDB BBD DDS BBD রাজাকে মাখোয়ালের মূল্যস্বরূপ গুরু e •• পাচশত টাকা প্রদান্ন করেন। " عه . - o