পাতা:শিখ-ইতিহাস.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b>&り শিখ-ইতিহাস রাজ্য ছিল । সেই সকল রাজার অতি অনিচ্ছা-সত্ত্বে বাদসাহের অধীনতা স্বীকার করিতে বাধ্য হইতেন। আবার মোগল সাম্রাজ্যের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র কতকগুলি জায়গীরদারও ছিল। সেই সকল রাজবংশ এবং বিত্তভোগী জায়গীরদারগণ সম্রাটের শাসন কার্যে বিঘ্ন উৎপাদনের জন্ত সর্বদাই চেষ্টা করিত ; তাহারা পূর্বেও বিশ্বাস করিতেন এবং এখনও করিয়া থাকেন যে—বাদসহি কেবল নিজ স্বার্থের জন্যই রাজকার্য নির্বাহ করেন ; দেশের জনসাধারণের মঙ্গল-বিধান-কল্পে তিনি কোন কার্যই করেন না । সাধারণের মনে এই বিশ্বাস অনেকটা বদ্ধমূল ছিল ; স্বশাসিত বুদ্ধিমান ব্যক্তিগণের শত চেষ্টায়ও তাহ দূর হয় নাই। তখন উচ্চাভিলাষী ব্যক্তি প্রভূত্ব লাভে সমর্থ হইলে, তাহারই প্রশংসাধ্বনিতে দিঙমণ্ডল পূর্ণ হইত। রাজা এবং প্রজার মধ্যে এই বৈরিভাব দূর করিবার জন্য আকবর অনেক চেষ্টা করিয়াছিলেন ; তিনি এবিষয়ে কতকটা কৃতকার্যও হইয়াছিলেন । কিন্তু তাহার উত্তরাধিকারিগণ র্তাহার ন্যায় বুদ্ধিমান ছিলেন না। দেশে স্বাধীনতার ভাব পূর্বেই জাগিয়া উঠিয়াছিল ; ধর্মবিষয়ক অসন্তোষ নিবন্ধন সেই ভাব দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। অতি অল্পকাল মধ্যেই ভারতবর্ষের দক্ষিণ ভাগ অধিকৃত হয় ; তখন আওরঙ্গজেব রাজধানীতে উপস্থিত ছিলেন না ; তিনি সেই দূরদেশে প্রভুত্ব অক্ষুণ্ণ রাখিতে বৃথা চেষ্টায় নিযুক্ত ছিলেন। মোগলগণ কাশ্মীর ব্যতীত হিমালয়ের অন্য কোন প্রদেশে আধিপত্য স্থাপন করিতে পারেন নাই ; সেই সকল বন্য গিরি-সংকটেই সহসা বিদ্রোহের স্বত্রপাত্ত হইয়াছিল। এই সময়ে শিবাজি মহারাষ্ট্রীয় জাতির নিদ্রিত শক্তি জাগরিত করিলেন। তিনি কষ্টসহিষ্ণু পশুপালকদিগকে রীতিমত শিক্ষা দিয়া একদল স্বনিপুণ সৈন্য গঠন করিলেন ; বাদসাহের অধিকারের অনতিদূরে র্তাহার এক প্রাদেশিক রাজ্য প্রতিষ্ঠিত হইল। বীরোচিত স্বভাবে গোবিন্দ ধর্মান্নুরাগ উদ্দীপ্ত করেন। আওরঙ্গজেবের লুপ্ত গৌরবের উপর তিনি এক নূতন জাঠ-রাজ্য প্রতিষ্ঠার কল্পনা করেন ; তাহার সে কল্পনা প্ৰলাপ-জনক বা অবিমূৰ্য্যকারিতার পরিচায়ক বলিয়া বোধ হয় না । পরন্তু গোবিন্দের কার্য-প্রণালীর শৃঙ্খলা-সাধন সহজসাধ্য নহে ; তাহার কার্যাবলীর গৃঢ়তত্ব উপলব্ধি করাও অসম্ভব। একজন বিশ্বাসযোগ্য মুসলমান গ্রন্থকার বলিয়াছিলেন, —গোবিন্দ তাহার শিষ্যগণের ভিন্ন ভিন্ন দল এবং ফৌজ গঠন করিয়াছিলেন । তাহারা সকলেই তাহার বিশ্বস্ত শিষ্যগণের অধিনায়কত্বে পরিচালিত হইত ॥৬৯ তিনি একদল পাঠান সৈন্য নিযুক্ত করিয়াছিলেন,—তাহারা সর্বত্রই বিজয়-শ্ৰী লাভ করিত।19 গোবিন্দ সত্যবুদীি তাঁহাকেই সিংহাসন দানের ব্যবস্থা হইয়াছে। স্বতরাং বংশানুক্রমে পুত্র পৌত্ৰাদি পর্যায়ে ধকারিত্বের আপত্তিজনক নিয়ম সংশোধিত হইয়াছে। «» 1 Sier ool Mutakhereen, i, 113. ৭• । মারহাট্টাদিগের ঐতিহাসিক বিবরণে দেখা যায়, শিবঙ্গীও এইরূপ বন্ধ সংখ্যক বেতনভুক পাঠান সৈন্ত নিযুক্ত করেন । তাহার বিজাপুর রাজ্যে কার্য করিত ; এক্ষণে ঐ রাজ্য ধ্বংস হওয়ায় তাহার। wors outts I (Grant Duff, ‘History of the Mahrattas, i. 105.)