পাতা:শিখ-ইতিহাস.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵԵ- শিখ-ইতিহাস তাহারা দাবী করিত। তাহারা মনে করিয়াছিল--গোবিন্দের ধ্বংস সাধনে এবং তাহার অবাসস্থান লুণ্ঠনে তাহদের সমুদায় দাবী পূরণ হইবে —তাহাদের সমুদ্রায় ক্ষোভ দূর হইবে । কিন্তু গোবিন্দ এই যুদ্ধে জয়লাভ করেন ; কতকগুলি পাঠান সৈন্যাধক্ষ্য যুদ্ধে নিহত হয়, এবং গোবিন্দ স্বহস্তে নালীগড়ের যুবক যোদ্ধা হরিচাদকে নিহত করেন। অনন্তর গুরু শতদ্রু অভিমুখে অগ্রসর হওয়াই অধিকতর যুক্তিযুক্ত মনে করিলেন। এই সময়ে কোট-কাঙরার রাজকীয় কর্মচারিদিগের সহিত কালুরের ভীমৰ্চাদের যুদ্ধ চলিতেছিল ; সেই স্বযোগে, আনন্দপুর স্বরক্ষিত করিয়া ভীমৰ্চাদের বন্ধুরূপে গোবিন্দ সেই যুদ্ধে যোগদান করেন। বহুসংখ্যক পার্বত্য রাজা মুসলমানদলপতির সহিত যোগদান করে ; কিন্তু এই যুদ্ধে মুসলমান সেনানায়ক সম্পূর্ণরূপে পরাজিত ও বিধ্বস্ত হন। যুদ্ধে ভীমৰ্চাদ" জয়লাভ করেন ; বিদ্রোহের স্বার্থকতা প্রতিপন্ন হয়। অতঃপর কিছুকাল বিশ্রামে অতিবাহিত হইল। গোবিন্দ বলেন,—এই সময়ে তিনি র্তাহার অমনোযোগী ও উচ্ছৃঙ্খল অহচরবর্গের শাস্তি-বিধান করিয়াছিলেন। কালুরের রাজাকে গোবিন্দ যে সাহায্য প্রদান করিয়াছিলেন, মুসলমানগণ তাহা কখনও বিস্তুত হইতে পারে নাই। তৎপ্রতিবিধানার্থ এই সময়ে একদল মুসলমান সৈন্য র্তাহাকে আক্রমণ করে ; কিন্তু তাহারা অকৃতকার্য হয়। অতঃপর একজন দক্ষ সেনাপতির অধীনে বাদসাহের আর একদল সৈন্য গোবিন্দকে দমন করিতে আগমন করে। যে সকল পার্বত্য রাজগণ ভীমৰ্চাদের দৃষ্টান্ত অবলম্বন করিয়া কর প্রদানে অস্বীকৃত হইয়াছিল, তাহাদিগের ক্ষমতা হ্রাস করাও এই সেনাপতির অন্যতম উদ্দেশু ছিল । উভয় দলে কিছুদিন যুদ্ধ চলিল ; পার্বত্য রাজগণ সন্ধি সংস্থাপনের চেষ্টা করিলেন, কিন্তু তাহদের সে চেষ্টা বিফল হইল। যাহা হউক, পরিশেষে মুসলমানগণ সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও পরাজিত হইয়া, পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য হইল। গোবিন্দ এইরূপে পুনঃপুন যুদ্ধে জয়লাভ করায়, মুসলমানদিগের মনে উদ্বেগের সঞ্চার হইল । তাহার কার্য-কলাপে পার্বত্য-রাজগণের মনে প্রথমেই ভয়ের উদ্রেক হইয়াছিল। ধিনি প্রকৃত রাজা নামে অধিষ্ঠিত হইয়াছিলেন, তাহার ধ্বংস-সাধনকল্পে তাহারা বাদসাহের সৈন্সের সাহায্য প্রার্থনা করিল। আওরঙ্গজেব লাহোর ও সারহিন্দের শাসনকর্তাদিগকে গুরুর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিতে আদেশ করিলেন ; তাহাদিগের সাহায্যাৰ্থ বাদসাহপুত্র বাহাদুর সাহ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইবেন, এইরূপ জনরব উঠে।৭৩ যাহা হউক, ৭৩। ম্যালকম বলেন, ( Malcolm, Sketch', p. 60, note)—ইহাতে বুঝা যায়, এই যুদ্ধ ১৭৩১ খৃষ্টাব্দে হয়। এই সময়ে বাহাদুর সা দক্ষিণাপথ হইতে কাবুলে প্রেরিত হইয়াছিলেন । বস্তুতঃ, শিখদিগের কতকগুলি বিবরণে জানা যায়, গোবিন্দ বাহাদুর সাহের অনুগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন ; অথবা তাহাঁদের মতে, বাহাদুর সাহের প্রতিই গোবিন্দ দয়া প্রকাশ করেন। "বিচিত্র নাটকে' গোবিন্দ নিজেই বলিয়াছেও৯-বিদ্রোহ দমনের জগু বাদসাহের এক পুত্র প্রেরিত হইয়াছিল। গোবিন্দ কিন্তু তাহার cortą ata ettis stan atę i sofratetas ( Elphinstone, “History', ii. 545) wtrina সাহের নাম নির্দেশ করিয়৷ বলেন নাই। বস্তুতঃ, বোধ হয়, তিনি অনুমান করিয়াই বলিয়াছেন, রাজবংশের একজন রাজপুত্র মূলতানের নিকটে বিদ্রোহ দমনের জন্ত প্রেরিত হইয়াছিলেন,- তিনি সারহিন্দের শিখদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতে নিযুক্ত হন।