পাতা:শিখ-ইতিহাস.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-গুরু বা শিক্ষকগণ SS হইতে কতকগুলি স্বশিক্ষিত সৈন্য প্রেরিত হইল। আবদুল সামাদ খাঁ নিজেও কয়েক সহস্ৰ সুশিক্ষিত ও রণকুশল স্বদেশবাসী সৈন্য সঙ্গে করিয়া আনিয়াছিলেন। তিনি যুদ্ধাস্ত্র ও গোলন্দজ সৈন্য প্রাপ্ত হইয়া লাহোর পরিত্যাগ করতঃ শিখদিগকে আক্রমণ করিলেন । কিন্তু বান্দার প্রচণ্ড বাধা ও যুদ্ধ সত্বেও এই যুদ্ধে শিখসৈন্ত সম্পূর্ণরূপে পরাজিত হইল । যুদ্ধে জয়লাভ করিয়া মুসলমানগণ শিখ সৈন্যের পশ্চাদ্ধাবন করিল ; বান্দ বিজয়ী মুসলমান সেনানায়কের সহিত যুদ্ধ করিতে করিতে র্তাহার ( আবদুল সামাদ খাঁর ) সৈন্যর গুরুতর ক্ষতি করিয়া, একস্থান হইতে স্থানান্তরে প্রস্থান করিতে লাগিলেন । কিন্তু পরিশেষে তিনি নিজে গুরুদাসপুরের দুর্গে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হইলেন। অতি সঙ্কীর্ণভাবে দুর্গ অবরুদ্ধ হইল। দুর্গের বহির্ভাগ হইতে মধ্যভাগে কোন জিনিস সরবরাহ করিবার স্ববিধ ছিল না; সমুদায় খাদ্য ফুরাইয়া যাওয়ায়, ঘোড়া, গাধ, এমনকি অখাদ্য গোমাংস ভক্ষণ করিয়া, পরিশেষে বান্দ| আত্মসমপণ করিতে বাধ্য হইলেন । ৯৬ অধিকাংশ শিখ নিহত হইল। যখন তাহারা অসভ্য অথবা অৰ্দ্ধ-সভ্য এবং কুসংস্কারাচ্ছন্ন বিজয়িগণের স্বভাবজঃ অবমাননা স্বচক ও লজ্জাস্কর প্রথানুসারে দিল্লি অভিমুখে গমন করিতে ছিল, তখন তাহারা শিখদিগের ছিন্ন মস্তক—বান্দ এবং অপরাপরের সমক্ষে ভল্পে বিদ্ধ করিয়া বহন করিতে লাগিল। ** শিখদিগের সকলেই ধর্মের জন্য প্রাণ বিসর্জন করিতে প্রস্তুত হইল । তাহাঁদের মধ্যে বিবাদ বাধিল,—কে আগে মরিবে ! সকলেই এ কার্যে অগ্রণী হইতে লাগিল ; স্বতরাং তাহাদের মধ্যেও বিবাদ উপস্থিত হইল। পরস্পর বিবাদ হেতু প্রত্যহ এক শত শিখ নিহত হইতে লাগিল । অবশেষে অষ্টম দিনে বান্দ নিজেই বিচারকদিগের সমক্ষে অভিযুক্ত হইলেন। বিচারে ত"iহার দোষ সাব্যস্ত হওয়ায়, একজন সন্ত্রাস্ত মুসলমান ত"াহাকে জিজ্ঞাসা করিলেন,—‘একজন বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি হইয়া, তিনি কিরূপে পাপকার্য করিলেন ; সেই পাপ কার্যে তিনি নরকে নিক্ষিপ্ত হইবেন, জানিয়াও কেন তিনি সেই পাপে লিপ্ত হইলেন ? বান্দা উত্তর করিলেন যে,—দুষ্ট ব্যক্তিকে শাস্তি প্রদান বা দণ্ড বিধান করিতে তিনিই ঈশ্বরের একমাত্র অস্ত্র-স্বরূপ ; এবং এক্ষণে জগদীশ্বরের ৯৬। নিম্নলিখিত গ্রন্থ সমূহ দ্রষ্টব্য : -valcolm ‘Sketch', p. 79,80; Forster, "Travels', i. 306 and note: and the Seir ool Mutakhereen', i. 116, 117. e5foss Hfqsaq বিবরণে শিখ সৈন্তের সংখ্যা ৩৫,••• প্রদত্ত হইয়াছে (ফরষ্টার বলেন, ২০,••• ) ; তাহারা বলেনযুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পূর্বে আবদুল সামাদ এক বৎসর লাহোরে ছিলেন ; সেই বিবরণানুসারে জানা যায়,-সমুদায় পার্বত্য রাজগণ র্তাহার সাহায্যার্থ আগমন করিয়াছিলেন ; এতদুভয় ঘটনাই সম্ভবপর বলিয় মনে হয়। ৯৭। সমসাময়িক কাফি খার বিবরণ উল্লেখ করিয়া শৈর-উল-মুতাক্ষেরীণ লেখক ( seir ool Mutakhereen,’ i. 118, 120) qRr qatfatèfâ (Elphinstone "History", ii. 574, 576) BBDD DDBDDS BDDD BD BBBD DS0S DD S BBBD DD BBS BB BBB তাহার পুত্ৰহস্তাকে নিছত করিয়াছিল, তাহ শৈর-উল-মুতাক্ষেরণে বর্ণিত আছে। যখন তিনি ও BBB BBDDD BDDD DD DD BBBDD DBBBS BDD DDD DD DBS DBBB একখানা প্রস্তর নিক্ষেপ করিয়া পুত্ৰহস্তাকে নিহত করে।