পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(vii) | ט ון শিখজাতির উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস নিয়ে সমসাময়িক কালেই নানা ইতিহাস গ্রন্থ রচিত হয়েছিল । পরবর্তীকালে ইংরেজ এবং আরও পরে অন্যান্য জাতির ঐতিহাসিকগণও শিখ-ইতিহাস গ্রন্থ রচনা করেন । আদিগ্রন্থ, গুরুবিলাস, নানকের জনমসনী, বিচিত্র নাটক, বরণ প্রভৃতি গুরুমুখী ভাষায় রচিত বই ছাড়াও পারসী ভাষায় তারিখ-ই-ফরিস্তা, দবিস্তান-ই-মাজাহিব, ইবরত নাম, মুণ্টাখিব-উল-বাব, তারিখ-ইমহম্মদ শাহী, মাসীর-অল-উমর, সের-আল-মুতাক্ষরণ, রিসাল-ই-নানক প্রভৃতি পারসী ভাষায় লিখিত গ্রন্থে এই ইতিহাসের বিভিন্নমুখী বিবরণ আছে। ইংরেজিতে রচিত অনেকগুলি বই গুরুমুখী বা পারসী ভাষায় রচিত গ্রন্থাবলীর অতুবাদ বিশেষ । প্ৰহলাদ বাই-এর ‘রহত নামার’ ( ১৬৯৫ ) অনুবাদ করেন সর্দার আতর সিংহ ( ১৮৭৬ ), সৈয়দ গুলাম হুসেন খানের তেগবাহাদুরের ভ্রমণকাহিনীর { ১৭৮১ ) অনুবাদও তিনি করেন একই খ্ৰীষ্টাব্দে । ইংরেজি রচিত অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল : (*) J. T. Wheeler-4; Early records of British India. (*) George Forster asso. A journey from Bengal to England এর দুটিখণ্ড ( ১৭১৮) । (3) William Franklin assis Memoirs of George Thomas I ( م ه zاد ) (*) Jhon Malcolm assos A Sketch of the Sikhs (Svet) l off ভক্তমাল-রচিত খালসানামার উপর ভিত্তি করে রচিত । (8) H. T. Prinsep-to Origin of the Skish Power (Strog ). (5) Baron Charles Hugel-Ysse Travels in Kashmir and Punjab ( Stree ) I (3) W. G. Osborn—Court and Camp of Ranjit Singh. Colo লর্ড অকল্যাণ্ডের সামরিক সচিব ছিলেন এবং ১৮৩৮ খ্ৰীষ্টাবে পঞ্জাব পরিদর্শন করেন । (a) Steinbach HERI FIH The Punjub ( avse ) štą » EFTIR ft* চাকুরীর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। এতে পঞ্জাবে আদি ইতিহাস সংক্ষিপ্ত আকারে মাত্র আলোচিত । (o) och goats W. L., M'gregor-ol History of the sikhs (Swee ) বিস্তারিত কিন্তু সর্বত্র নির্ভরযোগ্য নয়। {s) *sząw wfèvs qetë wëîì zvì J. D. Cunningnam-* History of the Sikhs ( পরে আরো আলোচনা করছি) ।