পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A obr শিখ-ইতিহাস সাহ চারিটি প্রদেশের কর প্রাপ্ত হইতেন। আমেদকেও তাহা প্রদানের অঙ্গীকার করায়, তিনি সিন্ধুনদের পরপারে প্রত্যাবর্তন করিলেন ॥১৪ o মীর মন্ন, যে সকল উপায় অবলম্বন করিয়াছিলেন, তাঁহাতে উদ্দেশু সিদ্ধ হওয়ায়, দিল্লীতে তিনি বিশেষ খ্যাতি-প্রতিপত্তি লাভ করিলেন। কিন্তু তাহার গৃঢ় অভিসন্ধি অবগত হইয়া, উজীর সাফদার জঙ্গ বিশেষ ভীত হইলেন। তিনি অযোধ্যার বিষয়ে মনে মনে এক কল্পনা করিয়াছিলেন ; এক্ষণে তাঁহা কার্যে পরিণত করিবার জন্ত চেষ্টত হইলেন তখন জার অস্ট্রিীয়-পুত্র বলিয়া মীর মন্নুর মুখ চাহিলেন না। তিনি এক প্রস্তাব করিলেন সাঁ নাওয়াজ খাকে মূলতানের শাসন-কর্তৃত্ব প্রদান করিয়া মীর মন্নুর ক্ষমতা হ্রাস করা কর্তব্য। মীর মন্ত্র, কৌশলে সেই সা নাওয়াজকে লাহোরের সিংহাসন-লাভে বঞ্চিত করিয়াছিলেন ।24 মন্ত্র,বাদসাহের ক্ষমতা ও সৈন্যবল সকলই বিশদরূপে অবগত ছিলেন; আপন অর্থ-সামর্থও বুঝিতে র্তাহার বাকী ছিল না । ময় আপন প্রতিনিধি কাওরা মল্পকে নূতন শাসন-কর্তার গতিরোধ করিতে আদেশ করিলেন । সা নাওয়াজ খ। যুদ্ধে পরাজিত ও নিহত হইলেন । তাহাতে বিজোন্মত্ত শাসনকর্তা তাহার কৃতকর্মী অকুচরকে ‘মহারাজ' উপাধি প্রদান করেন।১৬ তিনি বাদসাহের অধীনতা-পাশ সম্পূর্ণরূপে ছিন্ন করিয়া স্বাধীনতা অবলম্বন করিলেন । শিখদিগের বিদ্রোহ দমিত হইল । পর পর কৃতকার্যত লাভে উৎসাহিত হইয়া, মনু আপন গুঢ় অভিসন্ধি কার্যে পরিণত করিতে বদ্ধপরিকর হইলেন । আমেদ সাহকে তিনি যে রাজস্ব দিতে স্বীকৃত হইয়াছিলেন, তাহাও এক্ষণে বন্ধ করিয়া দিলেন। রাজস্ব আদায়ের ছলনা করা হইল ; মন্ত্র ও সমস্ত বাকী রাজস্ব প্রদানের প্রস্তাব করিলেন, কিন্তু উভয় পক্ষের কেহই কাহারও প্রতি বিশ্বাস স্থাপন করিতে পরিলেন না। তখন সৈন্ত সহ আফগান রাজ লাহোর অভিমুখে যাত্রা করিলেন । মনু সীমান্ত প্রদেশেই তাহার সহিত যুদ্ধ করিবার ভাণ করিলেন ; কিন্তু অবশেষে নগর-প্রাকারের মধ্যস্থিত একটি স্বরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করিলেন । ময়, যদি শক্রকে বাধা দিয়া আত্মরক্ষা করিতে যত্বপর হইতেন, তাহা হইলে, সম্ভবতঃ আবদলির সমুদায় চেষ্টা বিফল হইত। কিন্তু ময়, তদ্বিষয়ে ১৪। আফগানগণের বিবরণ অনুসারে জানা যায়, পঞ্জাবের শাসনকর্তা মীর মন্ত্রণ, আমেদ সার করদ রাজা বলিয়া পরিগণিত হইয়াছিলেন। এই আক্রমণকারীকে দূরে রাখিবার জন্য এবং উtহার আক্রমণ হইতে নিরাপদ থাকিবার অভিপ্ৰায়ে আৰদালির নিকট তিনি কোন না কোন সর্তে আবদ্ধ হন। (Compare Elphinstone, “Caubul'ii 286, Murray, “Runjeet' Singh', p. 9-10). ১৪। মুলতানের স্থানীয় বিবরণে জানা যায় যে, ১৭৩৯-৪• খৃষ্টাব্দে যখন নাদির সা সিন্ধুদেশে প্রবেশ কলে, তখন জাকারিয়া খাঁর কণিষ্ঠ পুত্র হিয়াএতুল্য খ৷ মূলতানের শাসনকর্তা ছিলেন। নাদির লার উদ্বেগু ছিল, তিনি সিন্ধুদেশ অধিকার করিয়া, তথায় রাজ্য স্থাপন করবেন। তখন হিয়াএতুল্য * সেই পরিস্ত দেশীয় বিজেতার অধীনতা স্বীকার করেন। হিয়াএতুল্য নাদিরসার নিকট ‘সা নেওয়াজ ৰ’উপাধি প্রাপ্ত হন। sv | Compare Murray’s “Ranjeet Singh, p 10 પ્રસ્વ