পাতা:শিখ-ইতিহাস.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 38 শিখ-ইতিহাস হইয়াছিল ; বিদেশীয় সম্প্রদায়সমূহকে দমন করিবার উদেখে তাহারা ইতিপূর্বেই দুর্গ নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল। অধিক কি অপরের দৃষ্টান্ত অনুসরণ করিয়া রণজিৎ সিংহের পিতামহ ছুরত সিং তাহার স্ত্রীর বাসস্থান গুজরাওলি ( বা গুজরাণওয়াল ) নামক স্থানে একটি দুর্গ নির্মান করিয়াছিলেন ; দুর্গটি লাহোরের উত্তরে অবস্থিত। ১৭৬২ খৃষ্টাব্যের প্রারম্ভে দুৱাণী-রাজ বা তাহার প্রতিনিধি খাজা ওবেইদ, সেই দুর্গ ধ্বংস করিতে আগমন করেন ২৮ শিখগণ দলবদ্ধ হইয়া দুর্গ রক্ষার জন্য অগ্রসর হয়। যুদ্ধে আফগানগণ পরাজিত হয় ; সমুদয় সম্বল পরিত্যাগ করিয়া, খাজাঁ ওবেইদ লাহোরের দুর্গ আশ্রয় গ্রহণ করেন ২) শিশুগণ সে সমুদয় দ্রব্য লুণ্ঠ করিয়া লয়। মালের কোটলার হিংঘাণ খী নামক একজন দেশ-গ্রসিদ্ধ ও সুচতুর সেনানায়কের সাহায্যে সারহিন্দের শাসন-কর্তা অতি স্থকৌশলে আত্মরক্ষা করিয়াছিলেন । শিখগণ এই পাঠানের শক্রতাচরণে অধিকতর ক্রুদ্ধ হইল। এক সময়ে তাহারা জিদিয়ালার একজন হিন্দুর প্রতি এইরূপে কুপিত হয় । সেই ব্যক্তি শিখ ধর্ম গ্রহণ করিয়াও আমেদ সার অসুরক্ত হইয়াছিল, এবং তঁহাকে বিশেষ সহায়তা করিয়াছিল,—ইহাই তাহার অপরাধ। যাহা হউক, ‘খালসা সৈন্য’ অমৃতসরে সমবেত হইল ; প্রগাঢ় ধর্ম-বিশ্বাসিগণ পুণ্যতোয় সরোবরে ঈশ্বরোপাসনা সম্পন্ন করিলেন । এই উপলক্ষেই শিখদিগের "গুরুমাতা’ অথবা ‘রাজসভা" বা মহতী সৈনিক-সভার প্রথম অধিবেশন হয় । তাহারা হিংঘাণ খ*ার অধিকৃত সমুদয় রাজ্য লুণ্ঠন করিল। অধিকতর লাভজনক অথচ বিপদ-সস্কুল কার্যের প্রথম অনুষ্ঠান স্বরূপ তাহার জিদিয়ালাকে পত্র-পুষ্প-মূশোভিত ও অন্যান্য ভূষণে ভূষিত করিল ।৩০ কিন্তু চঞ্চলমতি আমেদ সা পুনরায় ভারতবর্ষে আগমন করিলেন । আমেদ স1, আফগান বীরগণের শ্রেষ্ঠ আদর্শ। তিনি কষ্ট-সহিষ্ণু, অধ্যবসায়শীল এবং অদ্বিতীয় বীর -পুরুষ বলিয়া পরিচিত। কিন্তু রাজ্যাধিকারে তিনি অসীম প্রতিভাশালী হইলেও, তাহার সাম্রাজ্যগঠনের ক্ষমতা ছিল না । এই জন্যই বোধ হয়, রাজ্যের পর রাজ্য হারাইয়া পুনরায় তাহার উদ্ধার-সাধনে তিনি আজীবন ব্যাপৃত ছিলেন । ১৭৬২ খৃষ্টাব্দের শেষ ভাগে আমেদ সা লাহোরে পৌছিলেন ; তাহার আগমনে শিখগণ শতদ্রুর দক্ষিণে প্রস্থান করিল। sv | attaq ( Murry, “Runjeet Singh', p. 21 ) RTS otsi ECRÈTR est zitqvotā *tria কর্ত। তিনি হয়ত বুলদ খাঁর উত্তরাধিকারী ছিলেন ; কিংবা তাহার প্রতিনিধি নির্বাচিত হইয়াছিলেন। কেহ কেহ বলেন,—সময় সময় বুলন্দ খাঁ। রোটাসে ( রোহতকে ) বাস করতেন। যে গ্রাম আক্রান্ত হয়, তাহার আধুনিক নাম, গুজরাণওয়ালা। আধুনিক নাম হইলেও, ঐ স্থান গুজরাণওয়াল নামে অভিহিত । রণজিৎ সিং এখানে জন্মগ্রহণ করেন। এক্ষণে, ইহার আয়তনও কম নঙ্গে, এবং reste eggsstan (compare Moonshi shahamut Alee's Shikhs and Afghan's, р, 51 ) &s Murray's ‘Runjeet Singh.’ p. 22, 23. e. I Compare Browne, ‘India Tracts', ii. 22, 23 and Murray's "Runjeet Singh', p. 23.