পাতা:শিখ-ইতিহাস.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)ఆ শিখ-ইতিহাস সকলেই এক্ষণে প্রতিহিংসাপরবশ এবং প্রতিফল প্রদানে উন্মত্ত হইয়া উঠিল । তাঁহাদের সেনানায়ক ও নেতৃবৃন্দ সকলেই যশ:প্রার্থী এবং রাজ্য সংস্থাপনে অভিলাষী ছিলেন । প্রথমতঃ তাহারা কাণ্ডরের পাঠান উপনিবেশ আক্রমণ করে ; ঐ প্রদেশ তাহাদের অধিকৃত হয়, এবং তাহারা তাহ লুণ্ঠন করিয়া ফেলে। অতঃপর তাহারা পূর্ব-শত্র মালের কোটলার হিংঘাণ ধার বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিল। যুদ্ধে হিংঘাণ খ'। পরাজিত ও নিহত হইলেন। পরিশেষে সারহিন্দ অভিমুখে অগ্রসর হইয়া শিখগণ সারহিন্দ আক্রমণ করিল। তৎকালে দিল্লীর বাদসাহ হীনবল হইয়া পড়িয়াছিলেন । সুতরাং মুসলমান ধর্ম রক্ষার্থ তিনি শিখদিগের বিরুদ্ধে অস্তুধারণ করিতে পারিলেন না । ১৭৬৩ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে চল্লিশ হাজার শিখ সৈন্তের সহিত তত্ৰত্য আফগান শাসনকর্তা জিন খ*ার যুদ্ধ হইল। কিন্তু এই যুদ্ধে জিন খ পরাজিত ও নিহত হইলেন । শতদ্রু ও যমুনার মধ্যবর্তী সারহিন্দের বিস্তৃত উপত্যক শিখগণ অধিকার করিয়া লইল,— কেহই আর তাহাদিগকে বাধা প্রদান করিতে সমর্থ হইলেন না। শুনা যায়, – যুদ্ধে জয়লাভ করিয়া শিখগণ চতুর্দিকে বিক্ষিপ্ত হইয়া পড়িল । প্রত্যেক শিখ-অশ্বারোহী গ্রাম হইতে গ্রামান্তরে গমন করিয়া, সম্পূর্ণ নগ্ন না হওয়া পর্যন্ত, পর্যায়ক্রমে আপনাপন কটিবন্ধ, অসি-কোষ, পরিচ্ছদ-সামগ্রী এবং বর্ম নিক্ষেপ করিতে লাগিল ; এইরূপে তাহারা সেই সকল গ্রাম ও জনপদ আপনাদিগের অধিকারভুক্ত বলিয়া চিহ্নিত করিয়া লইল । সারহিন্দ সহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হইল। গোবিন্দ সিংহের মাতা এবং সন্তানগণ যে স্থানে নিহত হইয়াছিলেন, সেই পবিত্র স্থানের ইষ্টক বহন করিয়া লওয়া পুণ্যজনক ও প্রশংসাই বলিয়া শিখগণ এখনও বিশ্বাস করিয়া থাকে। এই যুদ্ধ-জয়ে উৎসাহিত হইয়া বহুসংখ্যক শিখ যমুনা অতিক্রম করিল। এই সময়ে নাজিবুদ্দৌল্লা ‘জাঠ’-দিগের সহিত যুদ্ধে ব্যপৃত ছিলেন । সূৰ্য্য মল শিখদিগের সেনাপতি পদে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। যাহা হউক, ইতিমধ্যে শিখগণ সাহারাণপুরে উপনীত হইল। আপন রাজ্য রক্ষার্থ নাজিবুদ্দৌল্লা সে যুদ্ধ পরিত্যাগ করিয়া প্রত্যাবর্তন করিলেন । নাজিবুদ্দৌল্লা ভাবিলেন,—সম্মুখ যুদ্ধে প্রবৃত্ত হওয়া যুক্তিযুক্ত নহে ; আক্রমণকারিগণের সহিত সন্ধি স্থাপন করিয়া কিংবা কতকাংশে বলপ্রয়োগ দ্বারা আক্রমণকারীদিগকে বিদূরিত করাই বিধি-সঙ্গত ॥৩৩ নাজিবুদ্দৌল্লা জাঠদিগের সহিত যুদ্ধে জয় লাভ করিয়াছিলেন । সে যুদ্ধে স্বর্য মল্প নিহত হন। ১৭৬৪ খৃষ্টাব্দে মৃত সর্দারের পুত্র উজীর-রাজপ্রতিনিধিকে দিল্লিতে অবরোধ করিলেন । এদিকে বহুসংখ্যক শিখ সৈন্য ভরতপুরের ভাবী রাজার সহিত মিলিত হইল । •o Compare Browne; ‘India Tracts', ii. 24, and Murray's ‘Runjeet Singh' p. 26.27, কোন কোন বিবরণে দেখা যায়, শিখগণ এই সময়ে লাহেরিও কিছুকালের নিমিত্ত অধিকার, করিয়াছিল।