পাতা:শিখ-ইতিহাস.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখদিগের স্বাধীন রাজ্য 8૨૭ এবং “ক্রোড়া সিংঘিয়া নামক 'ফৈজুলাপুরী সম্প্রদায়ের দুইটি শাখা সারহিন্দ আক্রমণ করিয়া তাঁহাদের রাজ্যের অধিকাংশই অধিকার করিয়া লইয়াছিল। শেষোক্ত সম্প্রদায় বিশেষ খ্যাতি-প্রতিপত্তি অর্জন করিয়াছিল বটে, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের উপর প্রাধান্ত স্থাপন করিতে সমর্থ হয় নাই, কিংবা সে সম্প্রদায়গুলি তাহীদের অধীনতা পাশে আবদ্ধ হয় নাই । ‘ভাঙ্গ’ সম্প্রদায়ের অধিকৃত দেশ বহুদূর বিস্তৃত। উত্তরে লাহোর ও অমৃতসর হইতে বিত্তস্তা নদী এবং তন্নিম্ন-প্রদেশ পর্যন্ত "ভাঙ্গী সম্প্রদায়ের আধিপত্য বিস্তৃত হইয়াছিল। অমৃতসর এবং পর্বতশ্রেণীর মধ্যবর্তী ভূখণ্ডে কাণিয়া সম্প্রদায় বাস করিত। ‘ভাঙ্গা'-রাজ্যের দক্ষিণ, ইরাবতী ও চন্দ্রভাগার মধ্যবর্তী প্রদেশে 'স্কারচাকিয়া সম্প্রদায় প্রভুত্ব প্রতিষ্ঠা করিয়াছিল। লাহোরের দক্ষিণ-পশ্চিম প্রদেশে ইরাবতী নদীর তীরে ‘নাকিয়া সম্প্রদায়ের বাস। শতদ্রু ও বিপাশার সঙ্গমস্থলের নিম্নপ্রদেশে 'ফৈজুলপুরিয়া’ সম্প্রদায়, নদীর পশ্চিম তীরস্থ প্রদেশ সমূহ অধিকার করিয়াছিল। আবার বিপাশা নদীর পূর্বতীরে ‘আলহওয়ালিয়া সম্প্রদায়ের আধিপত্য বিস্তৃত হইয়াছিল। ‘ডালিওয়ালাগণ শতদ্রুর উত্তর দিকের পশ্চিম তীরে বাস করিত, এবং 'রামগড়িয়া সম্প্রদায় শেষোক্ত দুইটির অন্তর্গত পর্বতমালার পাদদেশের অধিবাসী ছিল। “ক্রোড়া সিংঘিয়াগণ জলন্ধর দোয়াবের কতকাংশ অধিকার করিয়াছিল। শতদ্রুর দক্ষিণস্থ স্বনাম ও ভাতিন্দার চতুস্পার্শ্ববর্তী প্রদেশসমূহে ‘ফুলকিয়াগণ বাস করিত। সাহিদ এবং নিশানিয়া’ সম্প্রদায়দ্বয় নানা দেশ অধিকার করিয়াছিল ; তাহীদের অধিকৃত স্থানসমূহে তাহারা বাস করিত ; তদ্ব্যতীত অন্য কোন প্রদেশে তাহাঁদের সম্প্রদায় দৃষ্ট হইত না । এইরূপে এই দুইটি ‘মিছিল’ এবং মাস্কার কতকগুলি সম্প্রদায় ( এই সম্প্রদায় সমষ্টি পূর্বে সারহিন্দ আক্রমণ করিয়াছিল ) অর্থাৎ "ভাঙ্গী’, ‘আলহুওয়ালিয়া’ ‘ডালিওয়ালিয়া','রামগড়িয়া" এবং ‘ক্রোড়াসিংঘিয়া সম্প্রদায়-সমষ্টি একত্র সমবেত হইয়া, ফিরোজপুর হইতে কর্ণাল পর্যস্ত বিস্তৃত শতদ্রুর দক্ষিণবর্তী পর্বত-পাদদেশস্থ বিশাল ভূ-খণ্ড পরস্পর বিভাগ করিয়া লইয়াছিল। এদিকে সারহিন্দ এবং দিল্পর মধ্যবর্তী প্রদেশ সমূহে ফুলকিয়াগণ আধিপত্য স্থাপন করিয়াছিল।" এই স্থান পূর্বোক্ত সম্প্রদায়-সমষ্টির অধিকৃত মালোয়ার সন্নিকটে অবস্থিত । শিখদিগের বহুসংখ্যক অশ্বারোহী সৈন্য ছিল । অনেকের অকুমান তাহাঙ্গের অশ্বারোহী সৈন্তের সংখ্যা ৭০ হাজার হইতে ২ লক্ষ ৮০ হাজার পর্যস্ত হইতে পারে। তাঁহাদের প্রত্যেক সম্প্রদায়ের সৈন্যসংখ্যা প্রকৃত পক্ষে কত ছিল, তাহা নির্ণয় করা s२ । छांख्गंब्र भाांकू औनंब छैiशंद्र ‘नि१ #fsota' ('History of the Sikhs, i. 28 &c.). কয়েকটি "মিছিলের", সংক্ষিপ্ত বিবরণ প্রদান করিয়াছেন।