পাতা:শিখ-ইতিহাস.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sરbr শিখ-ইতিহাস করিয়া, সারহিন্দের সেনাপতি-পদে অভিষিক্ত করিলেন । তখন আমেদ সা দেখিলেন, কটোচের রাজপুত সর্দারও তাহার সহিত মৈত্রতাস্থাপনে অভিলাষী। আমেদ সা তাহাকেও উপাধিভূষণে ভূষিত করিয়া, জলন্ধরদোয়াব এবং তৎসংলগ্ন পার্বত্য প্রদেশের প্রতিনিধি নিযুক্ত করিলেন । কিন্তু সৈন্যদলের অব্যবস্থা হেতু তাহার সকল উদ্বেগু—সকল চেষ্টা ব্যর্থ হইল। তাহার দ্বাদশ সহস্র সৈন্য কাবু অভিমুখে প্রত্যাবর্তন করিল ; অগত্যা তিনিও তাঁহাদের অনুগমন করাই শ্রেয় বোধ করিলেন । কিন্তু প্রত্যাগমন কালে, আমেন সা পুনরায় বিপর্যস্ত হইলেন । সিন্ধুনদ অতিক্রম করিবার পূর্বেই, রণজিৎ সিংহের পিতামহের অধিনায়কত্বে এবং পারিপশ্বিক ভাঙ্গ’ সম্প্রদায়ের একটি সৈন্যদলের সাহায্যে ‘মৃক্ষরিচাকিয়াগণ শের সার রোটাসের পার্বত্য দুর্গ অবরোধ করিল। ১৭৬৮ খৃষ্টাব্দে এই স্থান অধিকৃত হইল । ইহার অব্যবহিত পরেই ভাঙ্গীগণ রাওলাপিণ্ডি এবং খানপুবের বিস্তৃত উপত্যক পর্যন্ত অধিকার বিস্তার করিল। ‘গুকার’ সম্প্রদায় আক্রমণকারী মোগলদিগের সহিত যুদ্ধে যে সৎসাহস ও শ্রমশীলতার জন্য খ্যাতি লাভ করিয়াছিল, এক্ষণে তাহারা আর সেরূপ সৎসাহস ও সহিষ্ণুতার পরিচয় প্রদান করিতে সক্ষম হইল না ।১ অতঃপর হরি সিংহের অধিনায়কত্বে ‘ভাঙ্গীগণ মূলতান অভিমুখে যাত্রা করিল। কিন্তু 'দাউদ-পোত্র নামক এক মুসলমান সম্প্রদায়ের আক্রমণে তাহাদের গতি প্রতিহত হইল। নাদির সাহ দাউদ-পোত্ৰ-দিগকে কাবুলে স্থানান্তরিত করিবার ইচ্ছা প্রকাশ করেন ; নাদির সাহের সেই উদ্দেশ্য অবগত হইয়া, তাহারা সিন্ধু-দেশ পরিত্যাগ করিয়া, পঞ্জাবে এক উপনিবেশ স্থাপন করে। অধুনা সেই স্থান, ভাওয়ালপুর’ নামে অভিহিত অতঃপর হরি সিংহের সহিত সর্দার মোবারক খ সন্ধি স্থাপন করিলেন । দেশপ্রসিদ্ধ ১। ফরষ্টারের ভ্রমণ বৃত্তান্ত’, প্রথম খণ্ড, ৩২৩ পৃ: ; এলফিনষ্টোন, 'কাবুল, দ্বিতীয় খণ্ড, ২৯৭ পৃঃ , মারে বিরচিত রণজিৎ সিং' ২৭ পৃষ্ঠা ; মুরক্রফটের ভ্রমণ বৃত্তান্ত প্রথম খণ্ড ২৭ পৃষ্ঠা দ্রষ্টব্য। গ্রন্থকার যে সকল হস্তলিখিত পুস্তক আলোচনা করিয়াছেন, তাহারও আলোচনা আবগুক। ২। নাদির স৷ এক সনয়ে সিন্ধুদেশে আপন ক্ষমতাবিস্তারের জন্ত গমন করেন ; তপণ ভাওয়ালপুর বংশের পূর্বপুরুষ তাহার স্বদেশ শিকারপুবে বিশেষ খ্যাতি-প্রতিপত্তি লাভ করিয়াছিলেন । নাদির সা র্তাহাকে সেই প্রদেশের উত্তর-তৃতীয়াংশের শাসনকর্তা নিযুক্ত করেন। কিন্তু সমগ্র সম্প্রদায়ের প্রতি অবিশ্বাস বশতঃ নাদির স৷ তাহাদিগকে গজনীতে স্থানান্তরিত করিতে কৃতসংকল্প হন। তখন সেই রাজবংশ স্বস্থান পরিত্যাগ করিয়া শতদ্রুর উত্তরবতী প্রদেশ সমূহ বলপূর্বক অধিকার করি। লয়। দাউদ (ডেভিড। নামক সেই বংশের বিখ্যাত আদিপুরুষের নাম হইতে এই সম্প্রদায় দাউদপোত্র নামে অভিহিত। তাহাদের বিশ্বাস তাহার কালিফ আব্বাসের বংশধর। কিন্তু তাহারা সিন্ধুদেশীয় বেলুচি জাতি ; অথবা তাহারা আদিম বেলুচি জাতি.-সিন্ধুদেশে অধিক কাল বাস হেতু তাহাদের অনেক পরিবর্তন সাধিত হইয়াছে। শতদ্র তীরে তাহার আধিপত্য স্থাপন ও বাসস্থান নির্দেশ করায়, প্রাচীন লুঙ্গা' ও 'জোহিয়া সম্প্রদায়ের অবশিষ্ট জাতিগুলি লোপ প্রাপ্ত হইয়াছে। তাহারা সিন্ধুদেশীয় সেচ-প্ৰণালী দ্বারা জল-সেচন-প্রথা প্রবর্তিত করিয়াছিল । সেই নদীর উভয় তীরেই পাকপট্টনের নিম্বদেশে তাহাধের প্রাচীন শিল্পনৈপুণ্যের এবং কৃষিকার্ষের জাজ্বল্য দৃষ্টান্ত বর্তমান রহিয়াছে।