পাতা:শিখ-ইতিহাস.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% 83 শিখ-ইতিহাস ঈর্ধ হেতু ভগ্ন-মনোরথ এবং নিরাশ হইয়া পড়েন –বিজয়ীর নীচাশয়তায় ও আপন ধনলিঙ্গায় অমৃতপ্ত হইয়া প্রাণতাগ করেন।** অকপট শিখগণ দিন দিন উন্নতির পথে অগ্রসর হইতেছিল । এযাবৎ তাহাদের ক্রিয়াকলাপের প্রতি কাহারও দৃষ্ট সঞ্চালিত হয় নাই। ১৭৮৪ খ্ৰীষ্টাব্দে তৎপ্রতি হেষ্টিংসের দৃষ্ট আকৰ্ষিত হইল। তিনি ভাবিলেন, দিল্লীর রাজসভায় একজন ইংরাজ প্রতিনিধি উপস্থিত থাকিলে, অযোধ্যার উজীরের প্রতি শিখজাতি উৎপীড়ন করিতে পরিবে না। ২০ কিন্তু কিরূপে অপরকে ভয় করিতে হয়, এবং কি উপায়ে অপরের মনে ভয়ের সঞ্চার করিতে হয়,-শিখজাতি সে সকলই শিক্ষা করিয়াছিল। কিছুকাল পরে, শিখগণ ইংরাজ রেসিডেন্টকে আহবান করিল ; মারহাট্টাদিগের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিবার জন্য আত্মরক্ষণোদেশে তাহারা ইংরেজদিগের সহিত সন্ধি-স্বত্রে আবদ্ধ হইতে চেষ্টা করিল। সিন্ধিয়ার গতিবিধি পর্যবেক্ষণোদ্বেপ্তে দিল্লীর সন্নিকটে যে ত্রিশ সহস্ৰ শিখ-সৈন্য ছিল, তাহার সাহায্য গ্রহণ করিতে তাহারা অনুরোধ করিল।২১ তখন একটি অভিনব এবং দূরদেশবাসী জাতির সম্বন্ধে ইংরাজদিগের অল্পই জ্ঞান জন্মিয়াছিল। দুই পুরুষ পূর্বের একটি বিবরণ দেখিয়া লাহোরের অধিপতি ও রক্ষক -বৃন্দ হয়ত হান্ত সম্বরণ করিতে পারিবেন না। কর্ণেল ফ্ৰঙ্কলিন বলিয়াছেন,-“শিখ জাতির দেহ উন্নত ; তাহারা উগ্ৰমূর্তি ; তাহাদের দৃষ্টি তীক্ষ ও মর্মস্পর্শী। * * তাহার ইউফ্রেতিজের নিকটবর্তী আরবজাতীর তুল্য ; কিন্তু তাহারা সচরাচর আফগানদিগের চলিত ভাষায় কথাবার্তা বলে । * * তাহাদের সৈন্ত-সমষ্টি ২ লক্ষ ৫ • হাজার ;—দুৰ্দ্ধৰ্ষ হইলেও, একতার অভাব হেতু বিশেষ কোন ভয়ের সম্ভাবনা নাই।’২২ তত্ত্বাস্থসন্ধিৎস্ক, জ্ঞানী ও চিন্তাশীল ফরষ্টার শিখদিগের এই বিশাল যুদ্ধ-সজ্জা সম্বন্ধে সমরূপ বর্ণনা সমূহে কতকটা বিশ্বাস স্থাপন করিয়াছেন । অপরাপর প্রাচীন গ্রন্থকার অপেক্ষ তিনি অধিকতর নিশ্চিন্তরূপে শিখদিগের সৈন্য-সংখ্যা নির্ণয় করিয়াছেন। ১৭৮৩ খ্ৰীষ্টাব্দে একটি মন্তব্য প্রকাশিত হয়। তাঁহাতে প্রতিপন্ন হয়,-একজন দক্ষ সেনানায়ক দুৰ্দ্ধৰ্ষ সাধারণতন্ত্রের ১৯। ফরষ্টারের বর্ণনানুসারে উমীচঁাদ শিখ বলিয়া বর্ণিত হইল। ( Forster, "Travels i, 337) তিনি ভগ্ন-মনোরথ হইয়া প্রাণত্যাগ করেন,—এ বিষয় উইলসন বিশ্বাস করিতে চাহেন না। ( Mills, “India', iii. 192, note, edition 1840. ) - ২• । ব্রাউনের "ইণ্ডিয়া ট্রাক্ট", দ্বিতীয় খণ্ড, ২৯, ৩• পৃষ্ঠা ; এবং ফ্রাঙ্কলিন কৃত ‘সা অালম', ১১৫, » ou à RT71 (Browne, "India Tracts, ii, 29, 30 and Francklin's Shah Alum' p. 115, 116.) so Auber's ‘Rise and Progress of the British Power in India, ii. 26, 27. যে রাজা এইরূপ প্রস্তাব করিয়াছিলেন, তাহার নাম—দুলচা সিং। যমুনা-তীরস্থিত রাদেীর নামক স্বানে তিনি বাস করিতেন ; পরে তিনি সিন্ধিয়ার অধীনে কার্য গ্রহণ করেন। ফ্রাঙ্কলিনের ‘সা আলম', av jèta Tri gèŋ ( Compare "Franklin's Shah Alum', p. 78 note.) $ ss i arvfizam 'n winx, ne, ao, av si utw i. (Francklin's Shah Alum', Ар, 75, 77,78.)