পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( xi) খুন’, ‘স্বাধীনতার ইতিহাস’, ‘রাণী ভবানী’, ‘বৈষ্ণব পদলহরী, রামায়ণ’ ও ‘মহাভারত’ র্তার রচিত ও সম্পাদিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য। ঐতিহাসিক উপন্যাস "রাণী ভবানীর’ ( ১৩১৬) মাত্র পনের দিনের মধ্যে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। অপর ঐতিহাসিক উপন্যাস ‘রাজা রামকৃষ্ণ' প্রকাশিত হয় ১৩১৭ সালে। তৃতীয় উপন্যাসটি ছিল “লক্ষ্মণসেন', । আগের দুটি উপন্যাসের জনপ্রিয়তার জন্যে ১৩২৩ বঙ্গাদে প্রকাশিত এই উপন্যাসটির চাহিদাও বেড়ে যায়। লেখক হিসাবে তার এই খ্যাতি সমসাময়িক লেখকদের মধ্যে র্তার মর্যাদা বৃদ্ধি করে। এর প্রমাণ জয়কুমার বর্ধন রায় তাকে তার 'অদৃষ্টচক্র’ উপন্যাসের একটি ভূমিকা লিখে দিতে বলেন ও তিনি লিখেও দেন। র্তার অন্যতম কীর্তি শিখ ইতিহাস’ প্রণয়ণ। লেখকের মৃত্যুর ( ১৯৩২ ) ৫৫ বছর পরে। বর্তমান গ্রন্থটি প্রকাশ করে বর্তমান প্রকাশক প্রিয়ভাজন প্রস্থন বস্তু সাম্প্রতিক জিজ্ঞাসার একটা চাহিদা পূরণ করলেন। শিখ ইতিহাস সম্পর্কে আমার অমুসন্ধিৎসার কথা জেনে তিনি আমাকে একটি সংক্ষিপ্ত ভূমিকা লিখে দিতে অনুরোধ করেন। সে কাজ আমি সবিনয়ে সম্পাদন করলাম এই ভরসাতেই যেমূল বইটিই নিজের যোগ্যতায় একালের পাঠকদের কাছে তার স্বমর্যাদায় উপস্থিত হবে। বারিদবরণ ঘোষ