পাতা:শিখ-ইতিহাস.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X89 শিখ-ইতিহাস না ; ইংরাজ সেনাপতি আম্বালা ও কর্ণালের পথ অবলম্বন করিয়া অধিকৃত প্রদেশে প্রত্যবিত্তন করিলেন।৩৩ রাজকাৰ্য ব্যপদেশে লর্ড লেক সারহিন্দের অনেক শিখ সর্দারগণের সহিত বন্ধুত্ব-বন্ধনে আবদ্ধ হইয়াছিলেন ; সর্দারগণের সহিত র্তাহার ঘনিষ্ঠ বন্ধুত্ব হইয়াছিল। র্তাহাদেৱ কতকগুলির সাহায্য সময়োচিত এবং বিশেষ কার্যকরী ও মূল্যবান হইয়াছিল। বাঘ সিং দিল্লীর সন্নিকটে যে জায়গীর ভোগ দখল করিতেছিলেন, দিল্লীর যুদ্ধের অব্যবহিত পরেই তাহাতেই তিনি পুনরধিষ্ঠিত হইলেন । ১৮০৪ খৃষ্টাব্দে আর একটি রাজ্য র্তাহাকে এবং র্তাহার বন্ধু কাইথালের লাল সিংহকে একত্রে প্রদত্ত হইল। অতঃপর, ১৮৭৬ খ্ৰীঃাবে, সেনাপতিদ্বয় পুনরায় আর একটি রাজ্য পুরস্কার-স্বরূপ প্রাপ্ত হইলেন ; তাহার বাধিক রাজস্ব – ১১ হাজার পাউণ্ড । স্থির হইল, তাহারা যতদিন বঁাচিয়া থাকিবেন, ততদিন সেই রাজ্য র্তাহারা ভোগদখল করিবেন । তাঁহাদের প্রতীতি হইল যে,—লর্ড লেক সেই সর্তে র্তাহাদিগকে পুনরায় হান্সি ও হিসার প্রদান করিতে ইচ্ছুক ; কিন্তু সেই মরুসদৃশ প্রদেশদ্বয় লাভজনক বলিয়া অকুমিত না হওয়ায়, তাহার তদ্বিষয়ে আপত্তি করিলেন। অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র নরপতিগণও আপনাদের কার্যের উপযুক্ত পুরস্কার পাইলেন। ইংরাজদিগের বিরোধের পূর্বে যিনি যে রাজ্যের অধীশ্বর ছিলেন, তাহারা পূর্বের ন্যায় সেই সকল রাজা উপভোগ করিতে থাকিবেন,—সে জন্য র্তাহাঁদের নিকট হইতে কোন রাজস্ব দাবী করা হইবে না,—এই মর্মে র্তাহারা আশ্বস্ত হইলেন। লর্ড ওয়েলেসলির কূট রাজনীতির ফলে, যখন চারিদিকে ঘোর নিন্দাবাদ প্রচারিত হইতেছিল, যখন তৎপ্রতি জনসাধারণ তীব্র ঘৃণার ভাব প্রকাশ করিতেছিল, তখন এই ঘোষণাপত্র প্রচারিত হয়। ইংরাজরাজত্বের সীমা যমুনা পর্যন্ত নির্দিষ্ট হইল ; জয়পুরের রাজার সহিত পূর্বে যে সন্ধি স্থাপিত হইয়াছিল, নীতি-বিরুদ্ধ বলিয়া এক্ষণে সে সন্ধি পরিত্যক্ত হইল ; ভরতপুরের সহিত ভারত -গবর্ণমেণ্টের সম্পর্ক অনিশ্চিত রহিল। সারহিন্দের শিখরাজগণকে এতৎসম্বন্ধে কিছুই জানান হইল না বটে, কিন্তু ইংরাজদিগের সহিত তাহদের সম্পর্ক বিচ্যুত হইল ;– পরম্পরের উপকারার্থে পরস্পরের সাহায্য প্রদান রহিত হইল ॥৩১ শিখদিগের মধ্যে এক্ষণে রণজিৎ সিংহের প্রভাব বিস্তৃত হইয়া পড়িয়াছিল ; অতঃপর ৩৩। রাজকীয় কাগজ পত্র দিতে দেখা যায়, কিছুকাল কটোচে একজন সংবাদ লেখক নিযুক্ত হইয়াছিল। সেই সকল পত্রাদি পাঠে সংসার চাদের সম্বন্ধে এই ধারণা জন্মে যে, রণজিৎ সিং কখনও সেই রাজার বংশগত শ্রেষ্ঠত্বের বিষয় বিস্তুত হন নাই। তিনি লাহোর হইতে স্বাধীন ছিলেন,—ইংরাজগণও এ বিষয়ে কখনও ভিন্নমত অবলম্বন করেন নাই। ৩৪। খন্দ, কাইথাল এবং অন্যান্ত কতকগুলি রাজ্যের আদি দানপত্র এবং নিশ্চয়তার নিদর্শনস্বরূপ অন্যান্ত দলিলাদি কোন কোন রাজপরিবার অতি যত্বের সহিত একাল পর্যন্ত তুলিয়া রাখিয়াছেন। ইংরাজদিগের অনেকগুলি রাজকীয় কাগজ-পত্ৰাদি হইতে বুঝা যায় যে, ঝিন্দের ভাগ সিং - লর্ড লেক, স্তার জন ম্যালকম এবং সার ডেভিড অক্টারলোনির বিশেষ দয়ার পাত্র ও শ্রদ্ধা-ভাজন ছিলেন।